আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক - জেনেশুনে অর্থের বিনিময়ে আপনার কাছে যিনি ভুল পরামর্শ বিক্রি করেন।

ক খ গ ঘ ঙ

ফি এর বিনিময়ে আমরা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসক আপনার দেয়া ফি এর বিনিময়ে আপনাকে পরামর্শ প্রদান করেন না। তার পরামর্শ নির্ভর করে আরও কিছু নিয়ামকের উপর। যেমন, কোন অষুধ কোম্পানীর সাথে তার কি চুক্তি আছে, কোন ডায়াগোস্টিক সেন্টারের সাথে তার কি রকমের যোগাযোগ ইত্যাদির উপর। বেশির ভাগ ক্ষেত্রেই আপনার দেয়া ফি হচ্ছে তার উপরি রোজগার।

আপনার প্রতি তিনি অধিকাংশ ক্ষেত্রেই সৎ নন। হাজারটা উদাহরণ দেয়া যায়, এখানে শুধু দুইটা ঘটনা উল্লেখ করলাম। এক: কিছুদিন আগে আমার জনৈক আত্মিয়ের অসুস্থতার সময় তিনি কোন এক ডাক্তারের কাছে গিয়েছিলেন। তার সমস্যা হচ্ছে কাশি, একটু শ্বাস কষ্ট। ডাক্তার বহু টেষ্ট করালেন (প্রায় ৩০০০ টাকা), তার পর অনেক অষুধ লিখলেন, এর মধ্যে ছিল বেশ কয়েটা এন্টিবয়োটিক এবং তিন ধরনের ইনহেলার।

অষুধ দেখে সন্দেহ হলো। পরে এক ডাক্তার বন্ধুর সাথে কথা বললাম। ডাক্তার বন্ধুর মতামত: এই ডাক্তারের নিশ্চই অষুধ কোম্পানীর সাথে চুক্তি আছে মাসে এত টাকার অষুধ বিক্রি করার, তা না হলে এমন প্রসক্রিপশান হতেই পারে না। পরে আমার সেই আত্মিয় শুধু হিসটাসিন খেয়েই সুস্থ হয়েছিলেন। দুই: বছর দুই আগে আমার এক আত্মিয় হৃদরোগে আক্রান্ত হন।

এনজিওগ্রাম করার পর বাংলাদেশের একজন বিখ্যাত বিশেষজ্ঞ বললেন অবস্থা ভালো নয়, একমাত্র চিকিৎসা স্টেন্ট লাগাতে হবে, কোন ভাবেই বাইপাস করা যাবে না, তিনি কয়েক ঘন্টার মধ্যে স্টেন্ট লাগানোর তাগিদ দিলেন। রোগির যেহেতু ডায়াবেটিস, তাই আমার অনেক বন্ধু (এমবিবিএস পাস করে বের হয়েছে মাত্র) এই পরামর্শ মানতে পারলো না। পরে বাংলাদেশের বেশির ভাগ হৃদরোগ বিশেষজ্ঞের যে মতামত পেলাম তা হল - দেশে হোক বিদেশে হোক বাইপাস করতে হবে, কিন্তু কোন ভাবেই স্টেন্টিং করা যাবে না। স্টেন্টিং এর সাথে প্রথম ডাক্তারের স্বার্থ জরিত থাকায় রোগির জীবনের ঝুকি থাকা সত্তেও তিনি এ অনৈতিক পরামর্শ দিয়েছিলেন। পরে বাইপাস করে আমার সেই আত্মিয় এখন ভালো আছেন।

অসৎ পরামর্শ অনেক মানুষই দেয়, কিন্তু জীবনের ঝুকি আছে জেনেও এ রকম অনৈতিক পরামর্শ বোধকরি ডাক্তার ছাড়া আর কেউ দিতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.