আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
শান্তা,
কেমন আছ? জৃণ কাজল রাতে ঘন কালো ঘটার সামিয়ানা। চারদিকে আশাহীন আলো (কৃষ্ণতা) । শতাব্দির এ কন্টকময় সুরাগ বেয়ে ভেসে চলা আমি, আঘাতে আঘাতে জর্জরিত, ঝিমানো মঞ্জিলমূখী গমন। জানি না কেমন, কোথায় আছ তুমি?জানি না রক্ত গঙ্গার পাড় ধরে বয়ে চলছে কি তোমার অশ্রুগুলো, ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে তার শক্তি। তবুও তার যাত্রা সীমাহীন দিগন্তে।
তোমার আমার সাতাশ সহস্রাধিক বছরের এ মহারণ, বৃদ্ধ তারিখের মত ২৪ টা ঘন্টায় এ কদম ফেলা। বিষময় এ গ্লানীতে প্রানবায়ুর প্রতিনিয়ত নির্গমন। জানি না, মিলনের পথে কবেকার কোন পরিচালক সুখ ইতি লিখেছেন কিনা। জানি না তোমার আমার আবেগ একসাথে গহীন বনে মিলে মিশে প্রকৃতির মত নিবিড় হয়ে যাবে কিনা। জানি না আবার তোমার চুল ধরে এগিয়ে যেতে পারব কিনা আধারের পথগুলো।
, স্বপ্নগুলো। আজ কোথায় তুমি, হায়...... আমি? মানচিত্রের রেখাগুলো হৃদয়ের উপর ছুরি চালিয়ে বিচ্ছেদের যে মহাকাব্য উপহার দিয়েছে তোমায় আমায় তার কি কোন ইতি আছে, নাই,.. হয়তো। জানি না।
দেখ মহানগরের রাজপথ আমার আবেগে চালায় ১৬ টায়ার, তাদের দন্ত দাগানো ফায়ার আমার কোমল অনুভূতি থেতলে আহত করছে। প্রয়োজন, চাহিদা, তোমায় করেছে পর, আমায় বহতা।
আমি ভাসছি স্রোতের টানে, অজানা তানে, তালে তালে খুজে নিতে পাতাল। ......................
বাকী অংশ পরে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।