সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
আবেগ মনের একটি বিশেষ কাজ। দৈনন্দিন জীবনে ভালো কিছু ঘটলে, আমাদের সুখের অনুভুতি হয়; আবার খারাপ কিছু ঘটলে, মনে দুঃখ পাই। কিন্তু আবেগের বিকারে আক্রান্ত হলে বাস্তবে কোন কারণ ছাড়াই দুঃখ বা সুখের অনুভুতি হ্য়, এ এক অদ্ভুত মানসিক অবস্থা।
১।
বিষন্নতা - কিছুই ভালো লাগে না, মনে আনন্দ-ফুর্তির অভাব, সব সময়েই অকারণ দুঃখের ভাব, হীনমন্যতা, হতাশা, নৈরাশ্যবাদীতা, ভগ্নোৎসাহ, আত্মবিশ্বাসের একান্ত অভাব, শরীরে জড়তা, আলস্য, ক্লান্তির ভাব, অনুশোচনা, ইত্যাদি ভাবে এই রোগ প্রকাশ পায়।
২। ম্যানিয়া - অকারণ খুশী, উৎফুল্ল এবং হামবড়া ভাব, অনাবশ্যক কর্মতৎপরতা, অপ্রয়োজনীয় জিনিস কিনে ঘর বোঝাই করা, অপরের ব্যাপারে নাক গলানোর চেষ্টা, বাস্তব বুদ্ধিহীনতা, রাগ এবং সর্বদা একটা রণং দেহি ভাব, অনিদ্রা এবং ঘুমের প্রয়োজন বোধের অভাব ইত্যাদি ম্যানিয়ার লক্ষণ হিসাবে দেখা যায়।
মানব জীবনে আবেগের অসীম প্রভাব। এই আবেগই হচ্ছে আমাদের সমস্ত কর্মপ্রেরণার মূল উৎস।
স্বাভাবিক অবস্থায় এই প্রেরণা বাস্তব বিবেচনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে জীবনে নানা অশান্তির আবির্ভাব হয়; ফলে সে কখনো অতিশয় আশাবাদী হয়ে ওঠে এবং আবার কখনো অতিশয় নৈরাশ্যবাদী হয়ে পড়ে। এই বিষন্নতা অথবা ম্যানিয়া রোগে যারা ভোগে তারা চিকিৎসাতে সুস্থ তো হয়ই, এমন কি বিনা চিকিৎসাতেও কিছুদিন ভোগার পর আপনা থেকেই ভাল হয়ে যায়।
তথ্যসুত্র:
মানসিক রোগ অজানা অধ্যায় - ডাঃ সজল আশরাফ
মনের সুখ-অসুখ - ডঃ শিবেন সাহা
মনের বিকার ও প্রতিকার - ধীরেন্দ্রনাথ নন্দী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।