আপন খেয়ালে থাকা মিথ্যে আশ্রয় ভালবেসে সত্যকে সাদা কাপড়ে ঢাকা। নিরুপায় আবেগ খেয়া দৃষ্টি জুড়ে নোনা জল যন্ত্রনা কাঁধে তুলে নেয়া। লোকালয়ে একাকী বাস সৃতির চাদরে জড়িয়ে নিজেকে প্রতিটি ক্ষন শুধু হাসপাস। কখনো বেতার কখনো চারু তবুও জানেনা হৃদয় সৃতির পথটা কতটা সরু। নতুন করে লাল গোলাপ শুকিয়ে যাওয়া রক্ত মনে হয় ভালবাসা আবেগি প্রলাপ। বাস্তবতার চার দেয়াল খোলা হয়নি জানালা কষ্টে শক্ত হওয়া চোয়াল। নাগরিক জীবন এখানে উচ্চাভিলাষ একমাত্র লক্ষ্য আবেগ খোঁজো সেখানে ! বাস্তবতা দেখনি তুমি শিশুর মতো করে হাসো দেখো কতটা পরিপূ্র্ন হয়েছি আমি। হেটে হেটে চলে যাবো এই অপরিপূর্ন জীবনটা একাকী কাটিয়ে দেবো। হারিয়ে যায় স্নিগ্ধ হাসি চুপ হয়ে যায় পৃথিবী শুনে কোনো করুন বাঁশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।