মানবতাই ধর্ম !
ভালবাসার উড়ন্ত ঘুড়ি তোমায় দিলাম,
সারাজীবন মেঘ হয়ে পাশে ছিলাম।
বৃষ্টি হয়ে কখনো শীতল পরশ দিতাম,
তোমার সাথে অল্পতেই হারিয়ে যেতাম।
তোমার বাম কানটায় বলতাম ভালবাসি।
রিনিঝিনি নূপুরের মতো কানে বাজতো সেই হাসি।
কখনোবা তুমুল বর্ষণে হারিয়ে যাওয়া,
তোমার ভালবাসায় তোমার কাছে ছুটে যাওয়া।
স্বপ্ন দেখতাম দুজনে নীল নদে স্নান করবো
অথবা বালুকাবেলায় হেঁটে বেড়াবো।
নির্জন কোন দ্বীপে ঘর বানাবো।
নৌবিহারে দুজনার স্বপ্ন সাজাবো।
সবুজ জোনাকী আর সাদা ঝিনুক দিব তোমায় উপহার
স্বপ্ন ছিল দিবো একদিন ওই দূরের পাহাড়।
তোমায় বুকে নিয়ে একের পর এক কবিতা পড়ব
অথবা আমিও তোমার মতই একদিন শূণ্যে পালাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।