রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি
স্বপ্ন নিয়ে মরে যা তুই আবেগের কারিগর
তোর স্বপ্নের কেউ সঙ্গী হবেনা আর
জীবনের কাছে আবেগ যেখানে গেছে মরে
সেখানে তুই বেচে থাকবি কেন বল
আবেগ যেখানে মূল্যহীন সব যান্ত্রিক নগরে
সেখানে তোর স্বপ্ন গুলো মরে পচে যাবে
ছুয়ে দেখবেনা কেউ একটুও পড়ে থাকবে একাকি
কারো ভালোবাসা তোর আবেগ ছোবেনা
কোন জীবন তোর স্বপ্ন ছোবেনা কখনো
তবু তুই থাকবি কেন পরে যা মরে যা
অথবা চলে যা বহুদুরে একেবারে
যেখানে আবেগ নিয়ে কেউ খেলা করেনা
যেখানে স্বপ্ন নিয়ে কেউ ঠাট্টা করেনা
চলেযা তুই সেইখানে এই যান্ত্রিক পৃথিবী ছেড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।