আমাদের কথা খুঁজে নিন

   

আবেগের প্রান্তর

নিঝুম রাতে যখন উদাস থাকে মন, ঠিক তখন মনে হয় এই বুঝি এলে তুমি মনের ধারে। ভোরের শিশির যখন ঘাসগুলোকে ছুঁয়ে যায়, ঠিক তখন মনে হয় এই বুঝি পেলাম তোমার স্পর্শ অসনি। রাতে যখন রিনঝিন বাতাস বয়, ঠিক তখন মনে হয় এই বুঝি তোমার কথা শুনতে পেলাম। জোৎস্না যখন চারদিক ছড়িয়ে পড়ে, ঠিক তখন মনে হয় সেই আলোতে তোমায় খুঁজে পেলাম। নদীতে যখন ঢেউ বয়, ঠিক তখন মনে হয় সেই ঢেউয়ে। তুমি আমি ভেসে যাচ্ছি দূর বহু দূওে, ভালোবাসার খোঁজে। দুজন দুজন কে আপন করে পাব বলে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।