সাতক্ষীরার দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও দু'পুলিশ সদস্যের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনার পর সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া এলাকায় যৌথ অপারেশন করেছে পুলিশ বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজাউল করিম এর নেতৃত্বে ৬ প্লাটুন পুলিশ ও ৩ প্লাটুন বিজিবি এ অভিযান শুরু করে। অভিযানের খবরে জামায়াত শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ও শতাধিক পটকা নিক্ষেপ করে।
যৌথ বাহিনী পাল্টা এক রাউন্ড টিয়ার সেল ও ১০ রাউন্ড সটগানের গুলি নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আশরাফুল(২৮), আব্দুল গফফার(৫৮), ছফেদ আলী(৪৫), রায়হান(২৮), মোস্তফা(২২), মহিউদ্দীনসহ (৫৫)।মুল অভিযানের নেতৃত্ব দেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাজহার।
বেলা ১২ টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গির হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।