আমাদের কথা খুঁজে নিন

   

মাকে উৎসর্গ করলাম আমার ৩০০তম পোস্ট। মা তোমাকে ভালোবাসি খু-উ-ব বেশী...অ-নে-ক বেশী....সবটুকু।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ইদানিং তোমার সাথে যখন ফোনে কথা বলি বুঝতে পারি অযথা আমাকে নিয়ে টেনশন করছো। ভাবছো খুব বেশী চাপ হয়তো আমি নিয়ে নিয়েছি। তুমি ভেবোনা মা, শত চাপও আর আমাকে ভেঙ্গে দিতে পারবেনা। যে কোন মূল্যেই হোক তোমার সপ্ন সফল করব আমি।

এ আমার দৃঢ়প্রতিজ্ঞা। তবে মা শত ব্যাস্ততার মাঝেও তোমাদের সাথে থাকতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে তোমাদের আদর-সোহাগ খুব কাছ থেকে পেতে। বোকা মা কাঁদেনা। শুধু জেনো জীবন চলার বাঁকে বাঁকে যেখানে আলো আধারের খেলা, সেখানে কোন না পাওয়ার বেদনা নয়, নয় কোন দুঃখ, কান্না, শুধু তোমার হাসি নিয়ে বেঁচে থাকতে চায় মা।

হ্যাঁ মা, তোমার চোখের জলে নয়, হাসির কিরণ থেকেই প্রেরণার শক্তি কুড়াতে চাই আমরা, তোমার সন্তানেরা। আর কতো কান্না ঝড়াবে তুমি বলো? একদিকে আমাদের স্মৃতি, অন্যদিকে আমাদের নির্বাসিত জীবন-যাপন অনেকটা মুষড়ে দিয়েছে তোমাকে। কিন্তু মা কান্না আর দুঃচিন্তায় কি হয় বলতে পারো? তারচেয়ে বরং কঠিন করো তোল নিজেকে। তোমাকে তো বাঁচতে হবো মা এবং ভালোভাবেই বাঁচতে হবে। তোমার এই অগোছালো সন্তানদের জন্য, তোমারই যত্নেগড়া ছোট্ট সংসারটার জন্য।

অপেক্ষা করো মা একদিন এই আমরাই তোমাকে গুছিয়ে রাখবো সযতনে। শুধু জেনো তোমার সন্তানেরা কেউ কখনও বখে যাবেনা। তোমার শেখানো নৈতিকতা এই বিরুদ্ধ সময়ের- অশুদ্ধ স্রোতে লীন হতে পারবেনা কিছুতেই। "খুব ভালো কিছু" করতে না পারলেও "মন্দ কিছুতে" সামান্যতম ভূমিকা থাকবেনা- এই অঙ্গিকার করতে পারি। একে তুমি তুচ্ছ ভেবোনা মা।

আমার জন্য যেন ভুলেও চিন্তা করে চোখের জল ফেলোনা। সামনে স্বর্ণালী সপ্নের হাতছানি, পিছনে তোমার কান্নাভেজা পথ......। তবুওতো জানি সব সপ্নময়তার শিকল ছেড়ে, একদিন তোমার বুকেই যেতে হবে ফিরে। তুমি ভালো থেকো মা। কোন নিঃসঙ্গ ক্ষণেও একা ভেবোনা নিজেকে।

আমরা কাছে নেইতো কি হয়েছে? চেয়ে দেখো মা আমাদের ভালোবাসার ছায়া তোমাকে ঘিরে আছে সারাবেলা........। [পোস্ট টি ইষৎ পরিবর্তনের মাধ্যমে রিপোস্ট করা]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।