আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
আজকাল ব্লগে দেখা যাচ্ছে এক দুইদিন পরপরই কেউ না কেউ ইন্টারনেটে টাকা কামানোর কথা বলে লিংক দিচ্ছে এবং লিংকের সাথে তাদের রেফারেল আইডি জুড়ে দিচ্ছে।
এই দেখে কেউ কেউ আগ্রহী হচ্ছেন আবার কেউ কেউ গালাগালি করছেন। বলছেন রেফারেল লিংক দেবার প্রয়োজন কি ছিল?
এখানে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই ... এক রেফারেল লিংক এবং নৈতিকতার প্রশ্ন।
আমার আগের ব্লগে Depacco.com কি জালিয়াতি সংস্থা? বলেছিলাম Depacco একটি জালিয়াতি ওয়েবসাইট।
এধরনের সব ওয়েবসাইটই ভুয়া, তা নিয়ে আর কথা বললাম না।
এখন ইন্টারনেট বিশ্বে রেফারেল লিংক কোনো নতুন বিষয় নয়। অনেকেই এই রেফারেল লিংকের মাধ্যমে অনেক টাকা কামাচ্ছে এবং জীবিকা নির্বাহ করছে। আমিও আমাজন ডট কমের রেফারেল লিংক ব্যবহার করে বেশ কিছু টাকা আয় করেছি। প্রায় সব ওয়েবসাইটেরই অফিলিয়েট প্রোগ্রাম আছে যাতে সাইন আপ করে বিভিন্ন প্রোডাক্টের রেফারেল লিংক ব্যবহার করে নিয়মিত আয় করতে পারবেন।
এটা কি অবৈধ কিংবা অনৈতিক:
জ্বি না। বাংলাদেশে অফিলিয়েট প্রোগ্রামের ধারনা নতুন হতে পারে কিন্তু এটি সারা বিশ্বে এটি ১০০% বৈধ আয়ের উপায়। ধরি আপনি আমার আমাজনের লিঙক ধরে কোনো ডিভিডি কিনলেন, তাহলে আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবে না। আপনি ঠিক দামেই কিনতে পারবেন। তাহলে আমাজন আমাকে কেন পয়সা দেবে? আসলে আমি আমাজনের হয়ে তার দ্রব্যের বিজ্ঞাপন করে দিলাম।
ফলে বিজ্ঞাপনের পেছনে তাদের বাড়তি কোনো খরচ হল না। আর তাছাড়া তাদের পক্ষে একটা একটা করে দ্রব্যের বিজ্ঞাপন করাও সম্ভব নয়। তাই আমাজন যদি আমাকে বিক্রিত দ্রব্যের কিছু অংশ কমিশন হিসেবে দিয়েও দেয়, তবুও তাদের ভালই লাভ থেকে যাবে।
তাই, এফিলিয়েট লিংক দেখলেই যে অনেকে চালাকির কথা বলে, নৈতিকতার কথা বলে - এটা ঠিক নয়। এফিলিয়েট লিংক ধরে দ্রব্য কিনলে যদি আপনাকে অতিরিক্ত পয়সা দিতে না হয়, অথচ অন্যে কিছু পয়সা কামাতে পারে, তাহলে কেন আপনি তাকে চালাকি বলবেন।
এটা বুদ্ধিমানের কাজ, চালাকের কাজ নয়। আপনি তো ঠকছেন না। তাহলে নৈতিকতার প্রশ্ন করছেন কেন?
শুধুমাত্র এডসেন্সই ইন্টারনেটে টাকা কামানোর উপায় নয়, এফিলিয়েট লিংকের মাধ্যমেও অনেক পয়সা উর্পাজন সম্ভব। আশা করি ভবিষ্যতে এ নিয়ে লিখতে চেষ্টা করব
আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ১০ থেকে ১২ পর্যন্ত http://www.ustream.tv/juhasan সাইটে সরাসরি আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব এবং ওয়েবক্যামের মাধ্যমে বিভিন্ন বিষয় দেখিয়ে দেব। আপনার মনে কোনো প্রশ্ন জাগলে আগেভাগে আমাকে জানিয়ে দিন এড্রেসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।