আমি একজন ছাত্র
বিসমিল্লাহির রহমানির রহিম, মহান করুনাময় আল্লাহতালার নামে শুরু করছি আমার আজকের পোষ্ট। আশাকরি সবাই ভাল আছেন। এই পোষ্টটি মূলত যারা নতুন পিটিসি সাইটে কাজ করতে আগ্রহী তাদের জন্য। এই সাইটে কাজ করে আপনি কিছু না হলেও মাসিক ইন্টারনেটের বিলটা এখান থেকে তুলতে পারবেন। এই সাইটগুলো সাথে সাথে টাকা পে করে।
এখানে প্রতিদিন আপনি কাজ করলে আপনার কোন রেফারেল না থাকলেও ৪০/৪৫ দিনে ২ ডলার হবে। এবার ভেবে দেখুন যদি এই রকম ২০ টা সাইটে কাজ করেন। তাহলে ৪০/৪৫ দিনে কোন রেফারেল না থেকেও আপনি ৪০ ডলার আয় করতে পারছেন। আর যদি আপনার কোন রেফারেল থাকে তাহলে তাদের আয়ের অর্ধেক আপনি পাবেন। আর এখানে রেফারেল কিনেও আপনি আয় করতে পারবেন।
আশাকরি যারা অনেক চেষ্টা করেও ইন্টারনেটে আয় করতে পারেননি তাদের এই পোষ্টটি অনেক কাজে আসবে। আর এই পোষ্টের মাধ্যমে কেউ যদি উপকৃত হন তাহলে আমার কষ্ট সফল হবে। আর একটা কথা এখানে আমি আমার রেফারেল ব্যবহার করলাম আপনি যদি মনে করেন তাহলে আমার রেফারেল ব্যাবহার করে রেজিষ্ট্রেশন করতে পারেন। আর যদি না চান তাহলে দরকার নেই। আশাকরি এই সর্ম্পকে কেউ মন্তব্য করবেন না।
আশাকরি লেখাটি সম্পূর্ন না পড়ে কেউ মন্তব্য করবেন না। তবে চলুন এবার শুরু করা যাক।
প্রথমে httpএই খানে ক্লিক করুন www.vcbux.com নিচের ছবির মত পেজ আসবে।
চিত্র নং - ০১
০১। তারপর Register Now বাটনে ক্লিক করুন।
নিচের ছবির মত পেজ আসবে। সেখানে নিচের মত করে পূরন করবেন।
চিত্র নং - ০২ ***
০২। প্রথমে (১) নং ঘরে ইউজারনেম লেখেন, (২) নং ঘরে এবং (৩) নং ঘরে আপনার পাসওর্য়াড লেখেন, (৪) ঘরে আপনার ইমেইল ঠিকানা দেন, (৫) নং ঘরে আপনার এলার্টপে ইমেইল ঠিকানা দিন {{ যদি এলার্টপেতে একাউন্ট না থাকে তাহলে নিচে দেখুন }} (৬) নং ঘরে যদি আপনার পেপালে একাউন্ট থাকে তাহলে দিন, (৭) নং ঘরে (যদি আমার উপকার বা কৃতজ্ঞতা স্বীকার করতে চান তাহলে) mamunbillah66 দেন, তা না হলে খালি রাখুন, (৮) নং ঘরে আপনার জন্মের বৎসর দিন, (৯) নং ঘরে Yes I Agree দিন, (১০) নং জায়গায় যে লেখাগুলো আসছে সেই লেখাটি (১১) নং ঘরে লিখুন।
তারপর Register বাটনে ক্লিক করেন।
তারপর নিচের ছবির মত পেজ আসলে মনে করবেন আপনার রেজিষ্ট্রেশন করা শেষ। এখন লগইন করার পালা।
চিত্র নং - ০৩
০৩। তারপর (১) নং ঘরে আপনার ইউজারনেম, (২) নং ঘরে আপনার পাসওয়ার্ড, (৩) নং জায়গায় যে লেখাটি আসছে সেটি (৪) নং ঘরে লিখুন, তারপর (৫) নং ঘরে Login এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মত পেজ আসবে।
চিত্র নং - ০৪
০৫। তারপর লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে।
চিত্র নং - ০৫
০৬। তারপর লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত পেজ আসবে।
চিত্র নং - ০৬
০৭। এবার একটু অপেক্ষা করুন। তারপর দেখবেন নিচের ছবির মত পেজ এসেছে।
চিত্র নং - ০৭
০৮।
তারপর দেখবেন ছবিতে লাল চিহ্নিত স্থানের মত আসবে তখন (পেজটি না কেটে) আপনার ইমেইলে যেয়ে দেখেন নিচের ছবির মত একটা নতুন মেইল আসেছে।
চিত্র নং - ০৮
০৯। তারপর মেইলের (চিত্রে লাল চিহ্নত) কোড টি কপি করে নিন। তারপর নিচের ছবির মত করে কোডটি বসান।
চিত্র নং - ০৯
১০।
প্রথম লাল চিহ্নিত স্থানে কোডটি পেষ্ট করেন। তারপর দ্বিতীয় লাল চিহ্নিত ভেরিফাই বাটনে ক্লিক করুন। তারপর নিচের ছবির মত একটি পেজ আসবে।
চিত্র নং - ১০
১১। তারপর দেখবেন উপরের লাল চিহ্নিত স্থানের মত দেখাবে।
একই ভাবে নিচের গুলো ও ভেরিফাই করে নিন। যাদের পেপাল একাউন্ট নাই তাদের পেপাল ভেরিফাই করা লাগবে না। সবগুলো ভেরিফাই করা হলে নিচের ছবির মত একটি পেজ আসবে।
চিত্র নং - ১১
১২। উপরের লাল চিহ্নিত স্থানে যে লেখাটা আছে আপনার ও যদি এই লেখাটি আসে তাহলে বুঝবেন আপনার ভেরিফাই করা শেষ।
এবার আয় করার পালা। এবার (একাউন্ট সামারি বা আপনার ইউজার নামের উপর ক্লিক করুন। তারপর নিচের ছবির মত পেজ আসবে।
চিত্র নং - ১২
১৩। তারপর View Advertisements এ ক্লিক করুন।
নিচের ছবির মত পেজ আসবে।
চিত্র নং- ১৩
১৪। এখানে লাল চিহ্নিত ঘরটি খেয়াল করুন প্রথমে সব ঘরগুলো এইরকম সাদা থাকবে। তারপর প্রথম এ্যাডে ক্লিক করুন। নিচের ছবির মত হবে।
চিত্র - ১৪
১৫। তারপর (লাল চিহ্নিত স্থানটিতে) দেখুন একটি টিক চিহ্ন এসেছে। তারপর ঔ টিক চিহ্নটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একটি নতুন ট্যাব খুলবে। নিচের ছবির মত।
চিত্র নং - ১৫
১৬। তারপর অপেক্ষা করুন। কিছুক্ষন পরে দেখবেন নিচের ছবিতে লাল চিহ্নিত স্থানের মত হচ্ছে।
চিত্র নং - ১৬
১৭। তারপর আরও কিছুক্ষন অপেক্ষা করুন।
দেখবেন লাল চিহ্নিত স্থানের মত( $0.001 were credited in your account )হয়েছে। ( যদি Eroor দেখায় তাহলে পেজটি রিফ্রেশ/ রিলোড দিন ) ।
চিত্র নং - ১৭
১৮। তারপর এই পেজটি কেটে দিন। এভাবে সব এ্যাড গুলোতে ক্লিক করুন।
সব এ্যাড গুলোতে ক্লিক করা শেষ হলে আবার পেজটি রিফ্রেশ দিন। যদি নতুন এ্যাড এসে থাকে তাহলে উপরোক্ত পদ্ধতিতে ক্লিক করুন। সব এ্যাড দেখা হয়ে থাকলে নিচের ছবির মত দেখাবে। তারপর নিচের ছবিতে দেখানো লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন।
চিত্র নং - ১৮
১৯।
তারপর নিচের ছবির মত একটি পেজ আসবে। এই পেজে আপনি কয়টা ক্লিক করলেন, কত ডলার জমা হল তা জানতে পারবেন।
চিত্র নং - ১৯
২০। এবার টাকা তোলার পালা যখন ২ ডলার হবে (প্রথমবার মিনিমাম পে-আউট ২ ডলার আর তারপর থেকে ৪ ডলার) নিচের ছবিতে দেখানো লাল জায়গায় ক্লিক করবেন।
চিত্র নং - ২০
২১।
তারপর নিচের ছবির মত পেজ আসবে। এখান থেকে Alertpay তে ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে সেখানে শুধুমাত্র Yes I Want to Payout বাটনে ক্লিক করতে হবে। তারপর ১০ সেকেন্ড থেকে (বেশীরভাগ সময় ১ মিনিটের মধ্যে) ২৪ ঘন্টার ভিতর আপনার Alertpay একাউন্টে টাকা পৌছে যাবে।
চিত্র নং - ২১
২২।
আমার পেমেন্ট প্রুফ দেখুন নিচে।
চিত্র নং - ২২
২৩। এখন আপনি কিভাবে আপনার রেফারেল আইডি বের করবেন? নিচের পেজের লাল চিহ্নিত স্থানে ক্লিক করবেন।
চিত্র - ২৩
২৪। তারপর দেখবেন নিচের পেজের মত একটি পেজ চলে এসেছে।
এখানে (১) ঘর টি সিলেক্ট করা থাকবে মানে আপনার ইউজারনেম। আর আপনি যদি আপনার ইউজারনেমটি অন্য ভাবে ব্যাবহার করতে চান তাহলে (২) ঘরটি সিলেক্ট করুন। (৩) নং ঘরটিতে আপনার রেফারেল আইডি থাকবে এই আইডিটি কপি করে যত পারেন শেয়ার করবেন। (৪) নং ঘরে যে লিঙ্কটি রয়েছে তা হচ্ছে ব্যানারের জন্য। আর (৫) ঘরে যে লিঙ্কটি রয়েছে সেটি আপনি আপনার ওয়েব সাইটে বসাতে পারবেন।
চিত্র নং - ২৪
২৫। এবার রেফারেল কেনার পালা। নিচের ছবিতে দেখানো স্থানে ক্লিক করুন। তারপর ২৬ নং ছবির মত একটি পেজ আসবে।
চিত্র নং - ২৫
২৬।
তারপর নিচের ছবিতে দেখুন ঐখান থেকে আপনি কয়টা রেফারেল কিনতে চান তা সিলেক্ট করুন। তারপর একটি পেজ আসবে। সেখানে পেমেন্ট সর্ম্পকে অপশন থাকবে। সেখান থেকে আপনি চাইলে আপনার একাউন্ট ব্যালেন্স অথবা এর্লাটপে বা পেপাল থেকে টাকা দিয়ে রেফারেল কিনতে পারবেন।
চিত্র নং - ২৬
বিঃ দ্রঃ - আপনারা যারা কষ্ট করে আমার এই পোষ্টটি পড়লেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
আশাকরি আপনারা গঠনমূলক মন্তব্য করবেন । কারন গঠনমূলক মন্তব্যই পারে একটি পোষ্টের জীবন্ত রূপ দিতে। তাই আপনারা বেশী বেশী মন্তব্য করবেন। কোন সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতদূর আমার পক্ষে সম্ভব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।
যেখানে যে আছেন সবাই ভাল থাকবেন এই মঙ্গল কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ ‘‘ বাংলাদেশ জিন্দাবাদ’’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।