আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের প্রতিশ্রুতি চাইলেন প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত রামুর পুনর্নির্মিত বৌদ্ধ বিহারগুলো উদ্বোধনের পর উখিয়া হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলার জন্যই তার দলের রাজনীতি।
শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে আপনারার নৌকায় যদি ভোট দেন, তাহলে যে সকল উন্নয়ন কাজ আমরা শেষ করতে পারিনি. সেগুলো শেষ করতে পারব।   আর ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে পারব, যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। ”
বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে জড়ো হওয়া উখিয়াবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, “নৌকায় ভোট দেবেন কিনা ওয়াদা করেন। ”
গত দুই সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম ও সাভারে স্থানীয় আওয়ামী লীগের কয়েকটি জনসভায় একইভাবে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা, যার সমালোচনায় বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী সরকারি খরচে বিভিন্ন জনসভায় ভোট চেয়ে নির্বাচনী বিঘি লঙ্ঘন করছেন।

  
অবশ্য নির্বাচন কমিশন বলছে, তফসিল ঘোষণার আগে নির্বাচনী বিধিভঙ্গের বিষয়টি তারা দেখে না।
উখিয়ার জনসভায় নিজের সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরার পাশাপাশি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।  
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় ছিল, কিছুই করেনি। ”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার ঘটনা স্মরণ করে তিনি বলেন, “আমার পিতা চেয়েছে দুঃখি মানুষের মুখে হাসি ফোটাবে, এটাই ছিল তার স্বপ্ন। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যেই আমাদের রাজনীতি।


ভাষণের শেষ অংশে কক্সবাজারবাসীর ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “নিস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.