আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ভোটের ছড়া ঃ হউক পরাজয় চোর লুটেরার



আজকে ভোটে জেতার লাগি চোর লুটেরার দল খুব গোপনে করতে পারে আবারো কৌশল দুর্নীতিবাজ নেতারা সব করতে মোটা ভুড়ি আজকে আবার করতে পারে ব্যালট পেপার চুরি দেশদ্রোহী রাজাকারে চালিয়ে দাবার গুটি পন্ড করে দিতে পারে সুষ্ট ভোটাভুটি তাইতো দেশে আছেন যারা শান্তি সুখের পক্ষে দেশ বাঁচাতে আসতে হবে আজকে আবার ঐক্যে দেশ জনতার ঐক্যে আসুক নতুন সূর্য্যদয় চোর লুটেরা রাজাকারের চাই যে পরাজয় । (২) লজ্জা শরম নেই তাহাদের মোটে ও এক রত্তি চোরের মা-এর বড় গলা বাক্যটা খুব সত্যি কদিন আগে করলো যারা দেশটা লুটে শেষ আজকে আবার ভোটের লাগি ধরছে সাধু বেশ চিন্হিত এই ভন্ডদেরে করতে প্রতিহত সব বাঙালী হও আজিকে আবারো জাগ্রত চোর লুটেরার মা- যদি হয় দেশের কর্ণধার লজ্জাকর এই কাজের হবো সবাই অংশিদার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।