সময়কে কাধে নিয়ে চলো বন্ধু
আগামী ১০মে বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের ২য় রবিবার বিশ্বব্যাপী মা দিবস উদযাপিত হয়। এবার মা দিবসে কুমিল্লার একটি সাপ্তাহিক পত্রিকা বিশেষ সংখ্যা বের করার পরিকল্পনা নিয়েছে।
পত্রিকাটির নাম সাপ্তাহিক মেগোতি। মেঘনা গোমতী তিতাস পাড়ের জনপদের মানুষের পত্রিকা।
কুমিল্লার প্রথম রঙ্গিন এই ট্যাবলয়েডের বিশেষত্ব হচ্ছে পত্রিকাটি নিউজপ্রিন্টের না, ঝকঝকে ৭০গ্রাম হোয়াইট অফসেটের।
একসময় বললেন তোমার ব্লগে একটি বিজ্ঞপ্তি দাও। তাদের কাছে লেখা চাও। আমি আপত্তি জানালাম। তিনি বললো মাত্র ৫০থেকে ৭০শব্দের মাঝে কেউ যদি মা' বিষয়ে লিখা দেয় তবে সেই লেখাগুলো আমি পত্রিকায় ছাপাবো।
আমি বললাম তাতে ব্লগাররা হাসবে।
পাঠক তার বিশেষ অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই পোষ্টটি দিলাম। মা' পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ। এই মায়ের প্রতি সম্মান জানিয়ে আপনিও লিখতে পারেন কুমিল্লার এই আঞ্চলিক পত্রিকা মেগোতিতে। ৫০ থেকে ৭০ শব্দের মধ্যে আপনার লেখাটিই ছাপানো হবে এই পত্রিকার বিশেষ মা' সংখ্যায়।
যদি ব্লগে লিখেন তবে অবশ্যই আমার পোস্টের শেষে মন্তব্যের বক্সে অবশ্যই কমপক্ষে ৫০শব্দের মাঝে। আর যদি চিঠি বা মেইলে লেখা পাঠাতে চান তবে ডাকে পাঠাতে পারেন এই ঠিকানায়
মোবারক হোসেন
বার্তা সম্পাদক,
সাপ্তাহিক মেগোতি
মানিক মিয়া কমিউনিটি সেন্টার
মোগলটুলী, কুমিল্লা।
বিস্তারিত জানতে ফোন করতে পারেন এই নাম্বারে- ০১৭১১-১৫৫৩২৪, ০১৯১২-৫৯৪৫৫৭।
লেখাটি মেইলেও পাঠাতে পারেন-
ডাকে বা মেইলে পাঠালে ঠিকানা ও ফোন নাম্বার দিবেন প্লিজ। যা লেখায় প্রকাশিত হবে।
সেরা লেখার জন্য বিশেষ পুরস্কার থাকবে।
মনে রাখবেন লেখাটি হবে আমার পোষ্টের মন্তব্যে। আর ৫লাইন লিখলেই ৫০শব্দ হয়ে যায়। তাই একটি ভালো লেখা লিখুন মাকে নিয়ে কুমিল্লার এই কালার ট্যাবলয়েড মেগোতিতে।
আর পরামর্শ থাকলেও যোগ করতে পারেন।
মেইলে পাঠালে অবশ্যই ঠিকানা পাঠাবেন যেন একটি পত্রিকা আপনাকে পাঠাতে পারি। আর দেরি নয় মন্তব্যের বক্সে মাকে নিয়ে লিখে ফেলুন আপনার অনুভুতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।