...দেখো হঠাৎ ফেরারী কোনও স্মৃতিই কাঁদাবে্...
ইচ্ছে করে
ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি
একই মাটির উপর অন্য দিক দিগন্ত
অন্য শস্য অন্যরকম ফুল ফুটন্ত
ইচ্ছে করে
অন্য সময় আসুক এবার ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে
ঘরে এবং বাইরে সময় অন্য হবে
অন্য রকম দিন গুলো যে আসবে কবে?
ইচ্ছে করে
ইচ্ছে করে শুনতে আমার অন্য কথা
অন্য রকম শব্দ এবং নীরবতা
অথবা খুব অন্যরকম দিনে রাতে
ইচ্ছে করে অন্যরকম গান শুনাতে
ইচ্ছে করে
ইচ্ছে করে সবার দুহাত ভরে উঠুক
সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক
ফুলের চেয়ে ভাতের গন্ধ ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে
ইচ্ছে করে
ফুল গুলোকে তাই বলে কি বাদ দিতে চাই?
শস্য এবং ফুলের জন্য গান গেয়ে যাই
ইচ্ছে করে স্বপ্ন ধরুক অন্য মানে
বেচে থাকার অন্য কথায় অন্য গানে
ইচ্ছে করে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।