আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারের সম্পাদক মহোদয়ের নামটা সবিনয়ে জানতে চাই

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

বিগত প্রায় ছয় মাস ব্লগে একপ্রকার ছিলাম না বললেই চলে। ডিসেম্বরের নির্বাচনের আগে নির্বাচন সংশ্লিষ্ট কয়েকটা পোস্ট দিয়েছিলাম। ফেব্রুয়ারীতে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করি। বেশ কয়েকটা পোস্ট দেই। এর একটি পোস্টের সূত্রে ব্যান খাই।

এই অভিজ্ঞতা পূর্বে কখনও হয়নি। স্বভাবতই হতাশ এবং ক্ষুব্ধ ছিলাম। যে কারণে আমাকে ব্যান করা হয়েছিল তা অন্তত আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। আমি মনে করি এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। তবে এই দুঃখজনক অভিজ্ঞতাটা একেবারেই অসার ছিলনা।

ব্যান হওয়ার ফলশ্রুতিতেই আমি সামহোয়ারের গুরুত্বপূর্ণ এক আধিকারিকের পরিচয় পাই। গুরুত্বপূর্ণ এই আধিকারিকটি হচ্ছেন সামহোয়ারের সম্পাদক। আপনি যদি আমার মতো ব্যান, ওয়াচ বা জেনারেল হয়ে থাকেন তবে আপনার স্ট্যাটাসের পাশে দেখবেন লেখা থাকবে .....................সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখাটি সংকলিত পাতায়ও স্থান পেতে পারে। ঠিক ওয়াচ বা জেনারেল হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না সামহোয়ারে সম্পাদক নামে একজন আধিকারিক আছেন। গত ফেব্রুয়ারী মাসেও সামহোয়ার রিলেটেড এমন একজন সম্পাদকের খোঁজ পাই।

অপরাবাস্তবের প্রকাশনা উপলক্ষ্যে জনাব লোকাল টক আমাকে একটা মেইল করেন (এটা হয়ত ব্লগের সবাইকেই পাঠানো হয়েছে)। যাতে তার নামের শেষে লেখা ছিল সম্পাদক, অপরাবাস্তব। জনাব লোকাল টকের মতো একজন বিখ্যাত ব্যক্তি আমার মেইল নম্বর জানার কথা নয় বা প্রয়োজনও নেই। আমিও তাকে চিনিনা। তার সাথে পরিচিত হওয়ার সৌভাগ্যও আমার হয়নি এবং সম্ভবতো হবেও না।

কাজেই স্পষ্টত মেইল নাম্বারটা তিনি সামহোয়ার থেকে পেয়েছেন অথবা সামহোয়ার তাকে মেইলটি প্রেরণ করতে উপযাজকের ভূমিকা পালন করেছেন। কিংবা এমনও হতে পারে প্রথম প্যারাতে আলোচিত সামহোয়ারের সম্পাদক এবং এই প্যারাতে উল্লেখিত অপরাবাস্তবের সম্পাদক একই ব্যক্তি। সামহোয়ার যদি পরিস্কার করে তার সম্পাদক মহোদয়ের নামটি উল্লেখ করেন তবে এই বিষয়ে এই পোস্টদাতার মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে তা দূরীভূত হয়। অবশ্য এটা শুধুই জানার জন্য। জনাব লোকাল টক সামহোয়ারের সম্পাদক হলে বা না হলে এ পোস্টদাতার কোন অন্তরজ্বালা নেই।

কারণ একজন আম-জনতা হিসেবে প্রকৃতির নিয়ম অনুসারেই তাকে কারো না কারো দ্বারা শাসিত হতে হবে। তবে কার দ্বারা সে শাসিত হচ্ছে তা জানার নুন্যতম অধিকারটাও সম্ভবতো তার আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.