আমাদের কথা খুঁজে নিন

   

কার কার চাকরি লাগবে?

অনলাইনে ক্রয় বিক্রয়ের সাইট http://www.clickbd.com এর একটি বিজ্ঞাপন দেখুনঃ কিভাবে বিজ্ঞাপন দিয়ে দুর্নীতি হচ্ছে >>>> খুলনা কাস্টম এর সদ্য নিয়োগ এ উচ্চমান সহকারী ,কাশিয়ার ,কম্পিউটার অপারেটর এবং সিপাহী পদে যারা দরখাস্ত করেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি .......... অনেকেই আছেন যারা দরখাস্ত করেছেন তবে নিশ্চিত নন যে লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন কি না . কমবেশি সবাই জানে যে এসব চাকরি পাবার ক্ষেত্রে লিংক থাকে।আমরা আপনাকে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দিব এবং আমরা আপনাকে মৌখিক পরীক্ষার(ভাইভা ) জন্য শর্ট লিস্টেড করিয়ে দিব । মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবার পর আপনি আমাদের লিংক (কাস্টম ) বা অন্য লিংক (মন্ত্রী/সচিব ) এর মাধ্যম ধরে মৌখিক পরীক্ষায় সিলেক্ট হয়ে চাকরি পেতে পারেন . আমরা আপনাকে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে দিব এবং মৌখিক পরীক্ষায় পাশ করিয়ে দিব - এটা শত ভাগ(100%) নিশ্চিত . লিখিত পরীক্ষায় পাস ও মৌখিক পরীক্ষায় পাস এর জন্য আলাদা টাকা লাগবে . ১।উচ্চমান সহকারী -লিখিত পরীক্ষায় পাশ -৫০০০০টাকা ২।কাশিয়ার-লিখিত পরীক্ষায় পাশ -৪০০০০টাকা ৩।কম্পিউটার অপারেটর -লিখিত পরীক্ষায় পাশ -৩৫০০০টাকা ৪।সিপাহী -লিখিত পরীক্ষায় পাশ -৩৫০০০টাকা কোনো টাকা আগে দেওয়া লাগবে না . মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবার পরই টাকা দিতে হবে অর্থাৎ ইন্টারভিউ কার্ড হাতে পেলে তখন টাকা দিতে হবে . মৌখিক পরীক্ষায় পাস (সিলেক্ট) করে চাকরি পাবার ক্ষেত্রে কত কি লাগবে তা পরে জানানো হবে (যোগাযোগ সাপেক্ষে)। ****মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবার পর টাকা না দিলে অবশ্যই তাকে মৌখিক পরীক্ষায় (ভাইভায় ) বাদ করায় দেয়া হবে।******* *আসন সংখা খুব সীমিত . যোগাযোগ : ০১৮৫১৪৩৪৩২৬ সম্পূর্ণ লিঙ্ক দেশটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? কিছুই কি করার নেই আমাদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.