মাঝে মাঝে সকালটা খুব সুন্দর হয়ে ওঠে। আবার মাঝে মাঝে সকালটা খুব বিষন্নতায় কাটে। তার মাঝে যদি কোনো শূণ্যতা এসে ভর করে তখন তো সকালটাই শেষ!
কখনও গান নিয়ে ব্লগে লিখি নি। গানের কোনো সমালোচনা মূলক লেখাও এটি নয়। শুধু একটি গান।
আর কিছুই না। ওয়ারফেইজ এর গাওয়া একটি গান। গানটা শুনতে খুব ভালো লাগছিল। নিজের শূণ্যতাকেও যেনো শূণ্য করে দিচ্ছিল গানটি। তাই ভাবলাম, গানটা আপনাদের কাছে তুলে ধরি।
গানটাই লিখে দেই। অসাধারণ লাগা গানটি আপনাদেরও মন ছুঁয়ে যায় নাকি তাও দেখি। নাকি শুধু আমার মনটাকেই ছুঁয়ে গেলো।
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এই কান্না!
জানি ভালো থাকতে।
শুধু বলো না ভুলতে
চাইনা বাঁচার উপদেশ;
দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে।
তোমাকে মনে পড়বে যখনই জ্যোস্না হাসে
তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে।
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে...ভুলে
তাই বলো চলতে
স্থবিরতায় সঙ্গি হলে
মন পড়েই থাকবে হতাশার ফাঁদে
তোমাকে মনে পড়বে যখনই জ্যোস্না হাসে
তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে।
যে চায় যাওয়ার পথে দেয়াল হবার কোনো স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়।
চলি একা পথে .....
তোমাকে মনে পড়বে যখনই জ্যোস্না হাসে
তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে।
-----------------------------------------------------------------------------
প্রতিটি মানুষেরই জীবনের কিছু স্মৃতি থাকে যা তার ভরা জ্যোস্নায় মনে পড়ে অথবা যখনই আকাশ ভেঙে বৃষ্টি নামে।
তবে এই পুড়ন্ত গরম আর সূর্যের দাবদাহে কেন আবার আমার মনটা শূণ্য হয়ে গেলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।