আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নিকন্যা লাকীর জন্য অনেক দোয়া ও ভালবাসা।তার সুস্থতা কামনা করছি।

. শাহবাগের গণজাগরণ চত্বর কাঁপানো অগ্নিকন্যা লাকী আক্তার অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন। শাহবাগে চলমান গণআন্দোলনে টানা ৬ দিন ধরে স্লোগান দেওয়ায় অসুস্থ হয়ে পড়লে রোববার সন্ধ্যায় তাকে বারডেমে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, লাকির শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতাজ তাকে দেখতে গেছেন। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া গণজাগরণ-গণআন্দোলনকে উচ্চকিত কণ্ঠে স্লোগানে স্লোগানে যারা উজ্জীবিত রাখছিলেন, তাদের একজন লাকী।

গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদেরও একজন লাকী। স্লোগান দিয়েই প্রশংসিত হন তিনি সবার কাছেই। তার তারুণ্যে উদ্ভাসিত হন অন্যরাও। কোনো ক্লান্তি ছিল না লাকির প্রতিবাদী কণ্ঠে। অবিরাম গর্জে উঠছেন তিনি।

তার এ অনবদ্য ভূমিকা মনে করিয়ে দেয়, বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতীক্ষার কথা। বাংলাদেশি নারীদের অসীম ধৈর্যশক্তিরও প্রতীক হয়ে ওঠেন এই তরুণী। মূলত তার তেজোদ্দীপ্ত কণ্ঠই ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে সারাদেশে। আপনারা সবাই তার জন্য পার্থনা করুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.