কবিতার ছেলে।
প্রেমের বক্ষ বিদীর্ণ করে,
আমাকে অগ্নিদগ্ধ করে -
কোন পরবাসে লুকিয়ে রাখলে
তোমার রুপের দরিয়া -
জ্বলতে জ্বলতে আমি যেন ছাঁই
কাঠ - কয়লার খোরাক জোটাই
দিশেহারা হয়ে অকুল- পাথারে
নিমগ্ন সব ছাড়িয়া।
মাঝে মাঝে তব আয়নায় দেখি
হাসিমাখা সেই মুখ প্রতিচ্ছবি
দিশেহারা মন তাকিয়ে তাকিয়ে
কেন থাকে তুমি বল না -
উদাসী কণ্ঠে বারবার বলি
ও আমার তুমি চিতসঞ্চিত
বাস্তবতার আড়ালে দাঁড়িয়ে
কেন কর শুধু ছলনা।
একবার শুধু একবার মোরে -
ভালোবাসি তবু বলনা।
দিঘল কৃষ্ণ মেঘকালো কেশে
মেঘদেশ থেকে পরিদের বেশে
হাহাকার এই মন মরুভুমে
ঝরালে এ কোন বরষা -
আজ কেনো তবে ঠেলে দিলে দূরে
কন্টকময় রৌদ্র দুপুরে
হাসিগুলো যেন কান্নার ছলে
থেমে থেমে যায় সহসা।
নিদহীন চোখে উম্মাদ হয়ে
চলেছি রক্ত স্রোত ধারা বয়ে
জীবনোচ্ছ্বাস আপন ভুবনে
হানিয়া এ কোন বিষ-বাণ -
চলে গেলে দূরে বিবাগীর বেশে
একা ফেলে মোরে হতাশার দেশে
এ দহন তব বিষন্ন মোর
কাড়িয়া নিতেছে মহা-প্রাণ।
ফিরে এসো তুমি অগ্নিকন্যা
কুসুম - কোমল বেশে তে -
বাঞ্চিত যত প্রত্যাশা মোর
যাক সত্যের দেশেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।