আমাদের কথা খুঁজে নিন

   

ঘুর্ণিঝড় বিজলীর প্রভাবে নোয়াখালীতে দিনভর বৃষ্টি জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প¬াবিত



বঙ্গোপসাগরের সৃষ্ট ঘুর্ণিঝড় বিজলীর প্রভাবে শুক্রবার দিনভর নোয়াখালীতে প্রবল বর্ষণ হয়েছে। প্রচন্ড জোয়ার ও দমকা বাতাসে দ্বীপ উপজেলা হাতিয়ার নিুাঞ্চল ও বেড়িহীন চরাঞ্চল প¬াবিত হয়েছে। উপকূলী এলাকা ঘুরে দেখা যায়, সাগর উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে বিকেলের দিকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। হাতিয়া উপজেলার সঙ্গে বাহিরের সকল নৌ যোগাযোগ বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী দ্বীপে আটকা পড়ে আছে। চরাঞ্চলের মূলভুখন্ডের সাথে সংযুক্ত দূর্গম এলাকাগুলোর মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হচ্ছে।

দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিতে এবং লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়েছে। দিনভর বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়েছে। এনিয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ঘূণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিনভর মাইকে প্রচারণা চালানো হয়েছে উপকূলীয় এলাকায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।