আমাদের কথা খুঁজে নিন

   

ঘুর্ণিঝড় "সিডর" - আমাদের আশীর্বাদ !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

শিরোনমটি মোটেও শোভনীয় নয়, স্বীকার করে নিচ্ছি। যখন এ শিরোনামটি লিখছি তখন নিশ্চয় ‘সিডর’-এ আক্রান্ত দেশের মানুষ হয়ে লন্ড-ভন্ড হয়ে থাকা এ পরিস্থিতিতে এ বাক্য মোটেও ভাল লাগার কথা না তবুও লিখতে বাধ্য হয়েছি, পূর্ব অভিজ্ঞতার উপলব্ধি থেকে। ঝড়, ঝঞ্ঝা, ঘুর্ণিঝড়, সাইক্লোন, সিডর কোনটিই কি আমাদের জন্য শুভকর কিংবা আর্শীবাদ ? উত্তরে সমন্বিত কন্ঠস্বরে উঠে আসতে পারে এশটিই উত্তর ! যে উত্তর আসবে তা হয়ত শিরোনামের সাথে মিল হবেনা। শিরোনামের বাক্য আমাকে বিপরীতে অবস্থান নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে কেউ আমার সাথে একমত নাও হতে পারেন, তবুও সত্য আমাকে বলতেই হবে, তাতে কিছুটা বিদ্রুপাত্মক মন্তব্য সহ্য করার ক্ষমতা আমার আছে।

বিগত অভিজ্ঞতা থেকেই বলছি, বণ্যা, ঘুর্ণিঝড় যেকোন দুর্যোগ মানেই দেশের এক বিশেষ অংশ সহায় সম্বলহীন এমনকি আবাসহীন হয়ে পড়ে, প্রয়োজন হয় দ্রুত ‘ক্রাণ কার্যক্রম’ সংগঠন। দেশী, বিদেশী বিভিন্ন সংস্থা থেকে সংগৃহীত হয় ক্রাণ সামগ্রী। আর এখানেই তাদের জন্য আর্শীবাদ হয়ে দাড়ায় যারা দুস্থ, অসহায় মানুষদের ত্রানের পন্য দেয়ার পরিবর্তে নিজেদের ভান্ডার পরিপূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়েন, আর্শীবাদ তাদের জন্য যারা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিতরণের পরিবর্তে লুটপাট করে থাকেন। আশীর্বাদ তাদের জন্য পরিস্থিতি মোকাবেলা শেষে এসব সামগ্রী দিয়ে নিজেদের কলকারখানা স্থাপনার কাজে ব্যবহার করেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়া সেতু, কালভার্ট, ব্রিজ পুন:স্থাপনের জন্য বিদেশী সহায্যের প্রত্যাশায় থেকে যখন তা হাতে আশে তা ভাগবাটোয়ার নিয়ে যার ব্যস্ত আশীর্বাদ তাদের জন্যই, দুর্যোগ মোকাবিলার সহনীয় পরিবেশ গড়ে তোলার পরিবর্তে যারা পরিবেশকে আরও অসহনীয় করে তুলেন আশীর্বাদ তাদের জন্যই। আশীর্বাদ প্রাপ্ত এসব মানুষের সংখ্যা খুবই নগন্য কিন্তু ক্ষমতাধর, তাই বিশেষ সংখ্যার মানুষের সমষ্টি হয়েও এসব মুষ্টিমেয় মানুষের বিরুদ্ধে তাদের অপকর্মের স্বাক্ষী মুখ ফুটে বলতে পারিনি, নীরব দর্শকের ভূমিকাই ছিল শুধু আমাদের।

এবারও দেশী, বিদেশী সংস্থা থেকে প্রচুর ক্রান আসবে, বিতরণ হবে, বিদেশী আর্থিক সাহায্যও হয়তবা আসবে, বলা যায় পূর্বের পুনারাবৃত্তি কিন্তু পূর্বের ন্যায় মুষ্টিমেয় আশীর্বাদপুষ্ট কিছু মানুষের মত এবারও কি কেউ আশীর্বাদপ্রাপ্ত হবেন ? যদি তাই হয় তাহলে এই পোষ্টের শিরোনাম নিয়ে আমার আর কোন আক্ষেপ থাকবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।