রক্তে গড়া দেশখানি মোর সোনার চেয়েও দামী, লুণ্ঠিত মায়ের বুকে বেঁচে থাকার স্বপ্ন দেখি আমি। স্বপ্ন দেখি জীবন গড়ার স্বপ্ন আঁকি সুখের মোহে, স্বপ্ন দেখি হাসি ফোটাতে নিজ পরিবারের মুখে। স্বপ্ন দেখার সুযোগ ফেলাম যাদের রক্তের কারনে, ভুলতে বসলাম তাদের দেশদ্রোহিতাদের কারনে। স্বপ্ন দেখি আজও ফিরিয়ে দেবো ওদের অধিকার, শত কষ্টের মাজে যারা জোটায় সকলের আহার। রক্তপিচাসু দানবেরা সুযোগ খুঁজছে মোদের মাজে, দেবো না সুযোগ ক্ষতি করতে মোদের মাতৃভূমিকে। টেকনাপ হতে তেতুলিয়া জাগো বাংলার মানুষরা, আমাদের মাতৃভূমিকে আর লুণ্ঠিত হতে দেবো না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।