খালা বাঁচাও! খালা বাঁচাও!
অতি আপন করে,
দাগীরা সব আসামী লিখে
মিথ্যা সব কারনে।
খালা বাঁচাও কখন যেন
আমার কিছু হয়,
কখনও যেন দাওনা ই-মেইল
এমন কেন হও।
বোঝনা কেন ছোট্ট শিশু
এখনও দুঃখে কাঁদি,
মা হারা দূরে একলা মানুষ
তোমার পানে চাহি।
কখন যে কে এসে
ধরে নিয়ে যায়,
কেঁদে কেঁদে কোথায় পাবে
আবার তুমি আমায়।
বাঁচাও খালা কিভাবে আমায়
অপরাধী বলে
কিভাবে ধরতে আমায় ?
এত কিছু করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।