আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারফেজ এর নতুন (!) অ্যালবামটি প্রসন্গে



অনেক চেষ্টা করেছি মিজান এর গলায় সান্জয় কে খুজে পেতে, হচ্ছে না। তবে এও বুঝি যে একজন তো আর অন্যজনের বিকল্প হতে পারেনা, এমনকি সান্জয় ও হয়তো মিজান এর বিকল্প হতে পারবেন না। তার পরেও দু-একটি গানের যেসব জায়গায় সান্জু-র সেই অসাধারন কারুকাজগুলি ছিল সেখানে মিজানের গলায় শুনতে কেমন যেন লেগেছে। যেমন 'আশা', 'বসে আছি' এই দুই গানে মিজান কে খুবই সাধারন মানের মনে হয়ছে। এমনকি বাবনা ভাই এর বিখ্যাত গান 'অবাক ভালবাসা'ও আগের মতো লাগেনি।

আমি আবার ও বলছি, আগের মতো পাওয়াও সম্ভব নয়। 'পথচলা' অ্যালবাম এর কথাই বলছি। ১৩ই এপ্রিলেই শুনলাম। ২/১টা নতুন গান থাকলে খুবই ভালো হতো, যদিও ওয়ারফেজ আগেই বলে দিয়েছিল যে এটা পুরোনো গানেরই নতুন সংকলন হবে। তারপরেও তো কথা থাকতে পারতো।

আপনারা যারা ওয়ারফেজ পছন্দ করেন তাদের কেমন লেগেছে বলবেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।