আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারফেজ ব্যান্ডের মিজান গ্রেফতার

শিল্পীদের নেতিবাচক ঘটনা নিয়ে তোলপাড় কম হয়নি। নতুন করে সমালোচিত হচ্ছেন ওয়ারফেজ ব্যান্ডের প্রধান ভোকাল মিজান। এবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল এই অভিযোগে মিজানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] খন্দকার রেজাউল হাসান বলেন, 'নির্দিষ্ট অভিযোগ রয়েছে এই শিল্পীর বিরুদ্ধে।

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ১৭ নভেম্বর এক নারী মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ [গতকাল] বেলা ২টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ' রেজাউল হাসান আরও জানান, 'ওই নারী মিজানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘরবাড়ি দখলের অভিযোগও করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ' এ বিষয়ে মিজানের মন্তব্য পাওয়া যায়নি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।