আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজীর গল্প

সব ক'টা জানালা খুলে দাওনা...

এক সর্দারজী লস এঞ্জেলস থেকে প্লেনে করে নিউ ইয়র্ক যাচ্ছেন। তার পাশে এক আমেরিকান ভদ্র লোক বসা। সেই ভদ্র লোক সর্দারজী কে একটি মজার খেলা খেলবার অনুরোধ করলেন। সর্দারজী ক্লান্ত থাকায় আনুরোধে সায় না দিয়ে চোখ বুজে থাকলেন। আমেরিকান ভদ্র লোক সর্দারজীর আগ্রহ বাড়ানোর জন্য বললেন যে খেলাটি এমন যে একজন একটি প্রশ্ন করবে অন্যজন তার উত্তর দেবে।

যদি উত্তর না দিতে পারে তবে তাকে ৫ ডলার দিতে হবে। এতেও সর্দারজীর আগ্রহ হলোনা। নাছোড়বান্দা আমেরিকান এরপরে বললো যে ঠিক আছে তুমি যদি উত্তর না দিতে পারো তবে তুমি ৫ ডলার ই দেবে কিনতু আমি উত্তর না পারলে আমি তোমাকে ৫০০ ডলার দেবো। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবেনা ভেবে সর্দারজী নড়ে চড়ে বসলেন, বললেন যে ঠিকা আছে, শুরু করো। আমেরিকান জিজ্ঞেস করলো বলো তবে মাটি থেকে চাঁদের দূরত্ব কত? সর্দার একটূও দেরি না করে তার ওয়ালেট বের করে আমেরিকানকে ৫ ডলার দিয়ে দিলো।

আমেরিকান দাঁত কেলিয়ে বললো ঠিক আছে এবার তোমার পালা। সর্দারজী জিজ্ঞেস করলো বলো তো কোন প্রানী তিন পায়ে পাহাড়ে ওঠে আর চার পায়ে পাহাড় থেকে নেমে আসে? আমেরিকান তার ল্যাপ্টপে প্রেফারেন্স সার্চ করা শুরু করলো...সেল ফোন থেকে ইন্টারনেট ও খুঁজে দেখলো...কোনো উত্তর নেই। হাল ছেড়ে দিয়ে সে সর্দাওকে ৫০০ ডলার দিয়ে দিলো...সর্দার আবার ঘুমিয়ে পড়তে চাইলে আমেরিকান তাকে বললো আরে উত্তর তো বলে যাও...সর্দার কাল ক্ষেপণ না করে ওয়ালেট থেকে আরো ৫ ডলার আমেরিকানকে দিয়ে বললো এর উত্তর আমিও জানিনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।