আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখে কি করুম

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
১২:০০ এ. এম : দোস্তদের ফোন দিয়া শুভেচ্ছা জানানো, কোন দোস্ত ফোন দিয়া শুভেচ্ছা জানাইলে শুভেচ্ছা গ্রহন। চ্যাটা-চ্যাটির মাধ্যমে নববর্ষের শুভেচ্চা দেওন ও লওন। ফেস বুকে হান্দাইয়া দোস্তদের ওয়ালে শুভেচ্ছা লেখন। ব্লগে কমেন্টে শুভেচ্ছা কপি-পেস্টকরণ।

০২:০০ এ. এম :এমনে শুভেচ্ছা কপচাইতে ২ টা বাজবো। ঘুমায় যামু। ১১:০০ অথবা ১১:৩০ এ এম: ঘুম থাইকা উঠার ইচ্ছা আছে। সকালে নাস্তা বাবদ কি মেন্যু সেইটা জানি না। পান্তা-পুন্তা খাবার ইচ্ছা নাই।

নরমাল রুটি আর ডিম ভাজি খাওনের পর গান-এর সাথে(যদি কারেন্ট থাকে) এক কাপ চা খাইতাম চাই। এক ফাঁকে নিচে নাইমা একটা বেনসন। যদি বাথরুম ক্লিয়ার না হয়। দুপুরে বাসায় উন্নত মানের খাবারের ব্যাবস্থা হইয়াছে। ইলিশ মাছ আছে, তবে যে দাম দিয়া কিনিয়া আনা হইয়াছে তাতে তাহার রুপ অবলোকন করিয়া খাওয়াটাই উত্তম হবে।

৪:০০ পি এম: বাসা থাইকা বাড়ামু। (রোদের উপর ডিপেন্ড করে)বুয়েট দেন টি এস সি যামু। আড্ডা মারিবার এবং রমনী দেখিবার বাসনা আছে। শাড়ী পড়িলে ললনা দের অপরুপ সুন্দর লাগে। পান্জাবী নাই।

ফরমাল ড্রেসেই বাইর হমু। ৮:০০ পি এম: হলের দোস্তরা নয়া বাসা ভাড়া লইছে। সেইখানে খিচুড়ী- মাংসের দাওয়াত রহিয়াছে। (হুমায়ুন রোড) দাওয়াত শেষে কার্ড কুর্ড এবং পিসিতে গরম মসল্লা দেখিয়া বাসায় ফিরিবো মনে হয় ১১ টা অথবা ১২ টার দিকে। (ছিনতাইয়ে না ধরলেই হয়) ২:০০ এ.এম: পুনরায় ঘুম।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।