ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
আইলো আইলো আইলোরে রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে......
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ...কত রঙ কত বৈচিত্র......লাল সাদার সীমাবদ্ধতাকে অতিক্রম করে এখন আরো বর্নীল পহেলা বৈশাখ...একটা ছোট্ট প্রশ্ন ছিল মনে কেন লাল সাদা রঙ বেছে নেয়া হলো?হালখাতার রঙ হলো লাল।আর পহেলা বৈশাখের উৎসব আমেজের আগমন এই হালখাতা থেকেই ,তাই লাল হলো পহেলা বৈশাখের রং..আমার জবাব না...এক ফ্যাশন ডিজাইনারের জবাব
ধুরররররর কি সব বক বক করতেছি...আসল কথা বলি...সারা বিকেলের আপ্রাণ চেষ্টার পর আজ জিলেপি তার পুর্ণতা পেয়েছে...যদিও এটি সাধারন জিলেপি না
এক বিচারে পুরান ঢাকাইয়া জিলাপির সাইজ...কি বলিব নিজের বলিয়া না (সত্য চাইলেও লুকাইতে পারব না) ছবি দেইখাইয়াই বুঝে নেন কেমন মচমচে আর রসালো হয়েছে...
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষন জিলেপি... (আমার সব সময়ের প্রিয়) এইটা দিয়েই শুরু হলো উৎসবের যাত্রা...সব্বাইকে নতুন বছরের শুভেচ্ছা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।