শিশুতোষ যে কোন রচনা।
তোমরা কি ভাই জানো!!
ভুত আছে এই কথাটি মানো?
আমি কিন্তু ভীষন মানি,
একটিকে যে নিজেই চিনি।
নাম তার টিং টং টিন
তার বাড়ি সেই সুদূর চীন।
লম্বা দুটো কান, নাকখানি তার বোঁচা
এলেবেলে চুলগুলো সব একটু খোঁচা খোঁচা।
মুলোর মত দাঁত, বিশাল দুটো হাত
সাধ্যি আছে কার বল ভাই করে কুপোকাত।
সে যে বুদ্ধিমান অতি, করে নাকো ক্ষতি
কিন্তু ভাই সাবধান থেকো যারা দুষ্টমতি।
বি:দ্র: ছড়াটি দেবদূত প্রসূনের লেখা... বুঝতেই পারছ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।