আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা 'দেবদূতদের' শহর….(ক্লোজআপহাসি)

সুন্দর সমর

হাসবেন না। সত্যি কথা বলেছি। বিশ্বাস হচ্ছে না ! তাহলে ভেংগে বলি। রির্ডাস ডাইজেস্টে বহুবছর আগে একটা লেখা পড়েছিলাম। মানে ফিলার আরকি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এক নটরড্যাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস তৈরি হবে। তার 'নীলছাপ' (blue print) দেখান হল পোপকে, নটরড্যাম ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় দ্বারা পরিচালিত এবং তাদের প্রধান ধর্মগুরু হলেন পোপ এ কথা সবারই জানা আছে। পোপ ওই ছাত্রাবাসের নীলছাপ দেখে তার পাশে লাতিন ভাষায় একটা মন্তব্য করলেন। অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, 'ওখানে কি দেবদূতরা থাকবেন?' এ হেন মন্তব্য কেন করা হল, ভেবে ভেবে প্রকৌশলীকুলের মাথা গরম। সে সময় একজন বলল, আরে দেখ নীলছাপে কিন্তু শৌচাগারের অবস্থান পরিস্কার ভাবে দেখান হয়নি।

এবার ঢাকার কথায় আসি, এ শহরে কি গণ শৌচাগার আছে? কেবল 'দেবদূত'রা এখানে ভিড় করেন। তাই ভাবছেন নগর কর্তৃপক্ষ। না হলে দশকের পর দশক ধরে এমন অ রাজক ও অস্থাস্থ্যকর ঘটনা কি করে টিকে আছে? কোথায় পৌরপিতা বা পৌর মাতারা? কিংবা এনজিওকুল আপনারাও এদিকে তাকিয়ে দেখেননি? এ বাবদ কর্মসূচি হাতে নিয়ে বিদেশ থেকে মালপানি আনার ব্যবস্থা করতে পারেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.