আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে যেদিন সৈয়দ মুজতবা আলী মনে হয়েছিল....

^^^^^^^^^

প্রায় এক বছর আগের এক সন্ধ্যায় আমি ঢাকা এয়ারপোর্ট পৌঁছেছিলাম। ইমিগ্রেশন শেষ করে বেরুবার পথে যেইনা ব্যাগ চেক করতে দিয়েছি ওখানকার পুলিশওয়ালারা চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ট্রলিতে রাখতে যেতেই একজন বলে ওঠে, "আপনার ব্যাগ খুলতে হবে স্ক্যানে সন্দেহজনক বস্তুর দেখা মিলেছে"। তাদের মিনতি করে বলি, ভাই ব্যাগে আমার কিছু ব্যবহারের জিনিস আছে ওসবে আপনাদের সন্দেহ হবে কেন। কথা শুনে সবাই ঘুরে ঘুরে আমাকে দেখতে লাগল।

একজন মুখ বাঁকিয়ে বলে, "কাপড় আমরা চিনি না? কৌঠার মধ্যে কি?" ভাই কৌঠা পেলেন কই? ওগুলো সম্ভবত আমার ব্যবহারের পারফিউম- আমি বলি। এত্ত কথা কওনের কি কাম? জলদি ব্যাগ খোলেন, তাদের একজনে চিৎকার করে ওঠে। ও কে (শ্বশুররা, মনে মনে)!!! ব্যাগ খুলে দিয়ে বলি, এবার দেখেন আমার ব্যাগে কি আছে। ব্যাগ খুঁজে বের করে আনে একটা প্লাস্টিকের কন্টেইনার, যেটার কথা আমার মনে ছিল না। একজন বলে ওঠেন কি আছে এতে? মাছ, রান্না করা ইলিশ মাছ!! খাবেন নাকি? একজন ঐটা হাতে নিয়ে নাক দিয়ে শুঁকে দেখে বলেন, "ঠিক তো! মাছের গন্ধ পাই" আমি তার হাত থেকে ওটা নিয়ে বলি- এগুলো আমার দাদীর জন্য আমার মা ইলিশ মাছ রান্না করে দিয়েছেন, সুদূর কাতার থেকে।

স্যরি, আমি সৈয়দ মুজতবা আলী না বলে আপনাদের খাওয়াতে পারছিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.