যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
খালেদা বুজানের জমি সরকার লইয়া গেছে গা। তো কি হইছে? আমরা তারে আমগো ঘর দিয়া দিমু। ঘর বানাইয়া দিমু। প্রত্যেকে যদি এক হাত/দুই হাত জায়গা ছাড়ি দেয় তাইলেই কিন্তু খালেদা বুর অনেক বিঘা জমি হইয়া যায়। যদি আপনারা সত্যিই ভালবাসেন তাইলে পারবেন না খালেদা বুর জন্য এক খন্ড জমি ছাইড়া দিতে?
আমরা তার লক্ষ কোটি ভক্ত থাকতে কেন সে ক্যান্টনমেন্টে থাকবে? তারে রাখুম আমরা বুকের মধ্যে, ঘরের মধ্যে, জমির মধ্যে, জমির ভিতরে।
সে আমাদের প্রাণ, সে আমাদের চান। এই চান কিন্তু চন্দ্র, বুইঝা লইয়েন মেভাইরা।
খালেদা বুর জন্য কেন আমরা আন্দোলন করুম? সরকারের কাছে জমি, ঘর, বাড়ী চাইয়া কেন বুজানরে মাটিতে নামামু? আমরা দেশের মানুষ, আমরাই দেশের সরকার। খালেদা বুজানের জন্য যদি হৃদয়ের একখন্ড জমিন বরাদ্দ দিতে পারে দেশের মানুষ তাইলে কি এই নশ্বর মৃত্তিকার এক খন্ড জমিন উপহার দিতে পারবে না কেউ?
অবশ্যই পারবে। আসেন ভাইজানেরা প্রত্যেকে আমরা ঘর, বাসা, বাড়ি, ধানী জমি, পুকুর, ডোবা, নালা, গোরস্থান - যেখানে পারি সেইখান থেকে একখন্ড জমি বুজানের জন্য ছাইড়া দেই।
জয় খালেদাবুজান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।