আমাদের কথা খুঁজে নিন

   

চূড়ান্ত হিসাবের এ্যানিমেশন বানালাম (সা.ইনেই প্রথম - এক্সক্লুসিভ)

আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।

গত বছর এই এ্যানিমেশনের কাজটা ধরেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য আর ধরতে পারি নি। তাই সেটা অসম্পূর্ণই থেকে যায়। অনেকদিন পর এ্যানিমেশনটার কথা মনে পড়লো।

তাই কিছুটা ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগে দেখুন: Click This Link উপরের লিংকটি কাজ না করলে এখানে ক্লিক করুন (যারা অফিস ২০০৭ ব্যবহার করেন তারা "অফিস ২০০৭ ব্যবহারকারীদের জন্য" লিংকে ক্লিক করবেন। ) ফাইল সাইজ: পুরোনো অফিস - ১.১৮ এমবি অফিস ২০০৭ বা ঊর্ধ্বে - ২৫৭ কেবি এতে এ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে একসাথে তিন পার্ট (ক্রয়-বিক্রয়, লাভ-ক্ষতি ও উদ্বর্তপত্র) একসাথে করা যায়। এই পদ্ধতি অবলম্বনে দ্রুততম সময়ে চূড়ান্ত হিসাব করা যায়। এটি এএসসি - এইচএসসি উভয় লেভেলেই কাজে লাগানো যাবে।

তবে এ্যানিমেশনটি এখনো সম্পূর্ণ হয় নি। কিন্তু পদ্ধতিটা সম্পূর্ণই দেয়া আছে। আর কোনো সাজেশন থাকলে খোলামনে দিন। উপরের লিংকটা আমারনোটসের হোমপেজে বা কোথাও নেই। শুধুমাত্র সামহোয়্যারইন ব্যবহারকারীদের জন্যই লিংকটি দেয়া।

আগামীকাল বা পরশু লিংকটা হোমপেজে আসবে, নতুনের তালিকায়। এটি দেখার জন্য আপনার কম্পিউটারে Microsoft Office Powerpoint থাকতে হবে। তবে না থাকলেও দেখার ব্যবস্থা আছে। powerpoint viewer টা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। পাওয়ারপয়েন্ট ভিউয়ার ২০০৩: Click This Link (১.৯ এমবি) বা পাওয়ারপয়েন্ট ভিউয়ার ২০০৭: Click This Link (২৫.৮ এমবি) আর পাওয়ারপয়েন্ট থাকলে 2007 ভার্সনে দেখলে ঝামেলামুক্তভাবে দেখতে পারবেন।

কারণ এটি 2007-এ ডিজাইন করা। তবে আগের ভার্সনেও দেখা যাবে (২০০৩ পর্যন্ত নিশ্চিন্তে চালাতে পারবেন আশা করি)। এ্যানিমেশনটি বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুতকৃত। তাই এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না, এর বিনিময়ে (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) অর্থ গ্রহণ করা যাবে না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.