ন্যু ক্যাম্পে অনেক প্রতিপক্ষরাই পরাজয়ের পর মন্তব্য করে,আমাদেরকে পুরো স্টেডিয়ামের সঙ্গে লড়াই করতে হয়েছে। এসি মিলান-আর্সেনালের মতো প্রতিপক্ষরা বিষয়টি বহু আগেই স্বীকার করেছে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার কৌশলটাই কাজে লাগাতে চান অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সাইমন। সমর্থকদের তিনি আহ্বান জানিয়েছেন, আজ যেন সবাই বার্সেলোনার বিরুদ্ধে দলকে সাহায্য করে। প্রথম লেগে ন্যু ক্যাম্প থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।
আজ বার্সেলোনার সঙ্গে গোল শূন্য ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। সুতরাং টিকে থাকতে হলে মেসিদের জিততেই হবে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। অ্যালাইঞ্জ এরিনাতে আজ গোল শূন্য ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে পেপ গার্ডিওলার শিষ্যরা।
প্রথম লেগে হেরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জয়ের রেকর্ড আছে বার্সেলোনার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।