গত বিশ্বকাপে ইব্রাহিমোভিচ ছিলেন অনুপস্থিত। ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও আলো ছড়াতে ব্যর্থ হয়েছিলেন। মেসিও অবশ্য দ্যুতি তেমন একটা ছড়াতে পারেননি। তারপরও বিশ্বের সেরা তারকারা বিশ্বকাপে থাকবেন না! রাদামেল ফ্যালকাও যেমন প্রায় একাই কলম্বিয়াকে বিশ্বকাপে তুলে এনেছেন। অন্যদিকে ইব্রাহিমোভিচও অনেকটা তাই করছেন।
আর রোনালদো! তিনিও তো লড়াই করে চলেছেন বিশ্বকাপের জন্য। এবার লড়াইটা বেঁধেছে স্বয়ং ইব্রাহিমোভিচের সঙ্গেই! আগামী শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে প্লে-অফ রাউন্ডে পর্তুগাল-সুইডেন প্রথম লেগে মুখোমুখি হচ্ছে। এর অর্থই হচ্ছে, রোনালদো অথবা ইব্রাহিমোভিচ, একজনকে বিশ্বকাপ থেকে বঞ্চিত থাকতেই হচ্ছে! কিন্তু কে অনুপস্থিত থাকতে চায়! ইব্রাহিমোভিচ বলে দিলেন, 'পর্তুগালের চেয়ে সুইডেনই বিশ্বকাপে খেলার যোগ্যতা বেশি রাখে। ' এর কারণ কী? সুইডেন বাছাই পর্বে জার্মানির মতো দলের সঙ্গে একই গ্রুপে খেলেছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে খেলেও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি পর্তুগাল।
কঠিন গ্রুপে খেলেও প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছে বলে সুইডেনই বিশ্বকাপ খেলার দাবি করতে পারে। তবে রোনালদোরাও নিশ্চয়ই নিজেদের দাবি ছেড়ে দেবেন না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।