আমাদের কথা খুঁজে নিন

   

আষাঢ় মাসের পর্যটক

আমি যেন এক মেঘ হরকরা

ঐশিবানির মতো একুশ দিনের চাঁদ শেষ রাতের আকাশে পিঙ্গল-বিহ্বল আষাঢ় মাসের পর্যটক ফিরে চলো চাটগাঁর গোল চাঁদ চোখে। ফিরে চলো পদস্খলিত মেঘদূত বোহেমিয় মন আর মহাস্থবির দেহ কুবেরের ঘরে বসে খাও ঝলসানো রুটি পারোতো ভুলে থেকো এই অসম্পন্ন পূর্ণিমা। ভুলে যেও সবুজ করুণ সংক্ষেপ স্মৃতিকনা অকাজের যত কালক্ষেপনের ব্যথা ‘আসি’ ‘দেখা হবে’ কী হয় দেখা না হলে ভারসাম্য টলে যায় স্মৃতিধর মগজের। হারিয়ে ফেলো রঙিন বইএর কঠিন কাব্যকলা তুমিতো প্রেতাত্মা এখন আদার ব্যবসায়ী র‌্যাঁবোর ধরণে শিখেই নিয়েছ বেশ কলম কী করে গোঁজে কানের কার্নিশে। আষাঢ় মাসের পর্যটক ফিরে চলো বাতায়ন পাশে থাক গুবাক তরুর সারি এখনে তুমি ছিলে একথা সত্যি যত এখানে তুমি নাই আরো নিঃসংশয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।