আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর কাব্যিক মন্তব্য

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

১. রঙের বিভ্রান্তি নেই আঁধারি আলোর মেলায় দিনের আলোয় সকল রঙ মিলেমিশে একাকার শেষের আঁধারে রূপোলি চাঁদ হাসে- মলিন/অমলিন সৃষ্টিকর্তা আমরা মানুষদের দিয়েছেন মহান এক দায়িত্ব ভয় পাপ পঙ্কিলতা সব হারায় শ্রেষ্ঠদের সুষ্ঠু বিবেক বিবেচনায়। ২. আয়নোস্ফিয়ার ব্যটা মহা পাগল ভাবছে এই পড়ি, ঐ যে মরি চৌম্বকক্ষেত্রটা দিলেম না হয় গড়ে সৌরজ্বালা বেশ জড়িয়ে ধরি। । অনিবার্য কেবল-ই বিনাশ উত্তপ্ত সূর্য মাটি খুঁজে- মানব মস্তিষ্কে গলিত বুদ্ধি কাঁটার তীর হৃদভাঁজে। ৩. আর কখনো বা তোমায় ভেবে আগ্নেয়গিরির বিস্ফোরণে মাতে অন্দর মহলের অলিগলি অবহেলা যখন তব মনে।

। ৪. একাকীত্বের উৎসবে মাতে মনপাড়া আমি আর তুমি হই আবার জগতহারা পরাণ নামের কী জানি কি! ভিতরে বৃষ্টি একাকী তুমিত্ব প্রকৃতির অনবদ্য সৃষ্টি। ৫. অমিত প্রবাহের ময়লা সময়ের স্রোত বিপরীতে মরণ তড়িৎ কোন সে গগন হেয়ালী আর অবহেলা মধ্যমনি আমি। ৬. শুভ্রতা একদিকে শেষ বিদায়ের বস্ত্র কালো অক্ষরে অক্ষরে কলমের অস্ত্র- শুভ্রতা অন্যদিকে পরম পবিত্র তীর্থ শোকের কালোয় মুছে যায় সব অর্থ। ৭. সত্য বড্ড জীবন্ত... তার চেয়েও বেশি জাগ্রত কারণ জানো? মিথ্যা বড্ড খোঁচায় সারাক্ষণ, ঘুমোতে দেয় না।

৮. অতঃপর কবি পথিক হলেন, অনন্তের খোঁজে অগম এ অভিসার, অনিবার যার পাথেয় শ্রেষ্ঠ কবিতা কবিকে পূর্ণতা এনে দিলো, এ জন্মের মতো... ..... অবসর সময়। অফুরন্ত পড়ে থাকা সময়... কাজের কাজ কিছুই হচ্ছে না... তাই নিজের মন্তব্যগুলো খুঁজছি... অসমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।