আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাসিক আই সার্জারি(lasik eye surgery)-চশমার বিকল্প।

আমি মনে হয় শেষমেষ আমিই থাকব

মূলকথা- আই কেয়ার পার্সন হিসেবে চাকুরি করি বলে অনেকেই আমাদের কাছে জানতে চান, চশমার বিকল্প কিছু আছে কিনা। এই জানতে চাওয়া লোকদের মধ্যে ১৬ থেকে ২৫ বছরের অবিবাহিত মেয়েরাই প্রধান। এবং এটাও বলে রাখা ভাল হবে যে, তারা অনেকেই ধনীর দুলালি। সুতরাং আমি নিজেও ব্যক্তিগতভাবে সে-প্রশ্নকে একদম এড়িয়ে যেতে পারি না। তবে সেটা যে শুধু ধনীর দুলালিরা করে, তাই বলে নয়-মানুষকে নতুন কিছু জানাতে পারার আনন্দে, সঙ্গে চোখের কেয়ার নিতে পারার আনন্দেও।

ল্যাসিক কী (What is Lasik Eye Surgery): ল্যাসিক চশমার বিকল্প একটি সার্জিক্যাল পদ্ধতি। মূলত যারা অধিক পাওয়ারের চশমা ব্যবহার করেন তাদের জন্য এ-পদ্ধতি। এটাকে বলা হয়ে থাকে-রিফ্রাক্টিভ সার্জারি ( Lasik Laser Vision Surgery)। মানে যাদের চোখের রিফ্রাকশনের সমস্যা (চোখের পাওয়ার জনিত সমস্যা) আছে তাদের চোখের কর্ণিয়া থেকে অপারেশনের মাধ্যমে কিছু অংশ তুলে নেওয়া হয়। ফলে বাইরে থেকে আসা আলো ভালভাবে রেটিনাতে পড়ে, এতে করে একজন চশমার রোগী চশমা ছাড়া খুব ভাল দেখতে পারে।

সুতরাং মোটা গ্লাসের চশমা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ল্যাসিকের সুবিধা (Benefits of lasik): ল্যাসিকের প্রধান ও প্রথম সুবিধা হচ্ছে চশমা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি। বিশেষত যারা মোটা পাওয়ারের চশমা ব্যবহার করেন তাদের জন্য ল্যাসিক একেবারে পারফেক্ট সার্জারি। আর যে-সব মেয়েরা মনে করেন, চশমার পাওয়ার বিয়ে না-হওয়ার কারণ তাদের জন্য এটা একটি ভাল সুযোগ, চশমাকে এড়িয়ে যাওয়ার জন্য। ল্যাসিকের অসুবিধাঃ অনেক সময় ভাল দৃষ্টি নাও আসতে পারে।

আসলে ল্যাসিকের ফলাফল নির্ভর করে সার্জন, সার্জারি সেন্টার এবং আরো কিছু সার্জিক্যাল গাইডলাইনের উপর। অনেক সময় হালকা পাওয়ারের চশমা ব্যবহার করতে হতে পারে। তা ছাড়া চোখ শুষ্ক হয়ে যাওয়া, রোদের আলোতে সমস্যা হওয়া, কালার ভিশন কমে যাওয়া, চোখে রঙধনু দেখা ইত্যাদি নানা সমস্যা দেখা যেতে পারে। কখন ল্যাসিক করাবেন নাঃ কিছু কিছু ক্ষেত্রে ল্যাসিক সার্জারি করা যায় না যেমন- যদি বিগত এক বছর যাবত চশমার পাওয়ার এক না-থাকলে । বয়স ১৮ বছরের নিচে হলে, HIV-AIDS পজিটিভ হলে ল্যাসিক করা যায় না।

চোখে ইনফেকশন থাকলে, রেটিনাতে সমস্যা থাকলেও ল্যাসিক সার্জারি করা যায় না। আর যাদের এ-সব সমস্যা নেই তারা ল্যাসিক সার্জারি করাতে পারেন। --------------------------------------------------- ল্যাসিক সম্পর্কে আরো জানতে আমার Lasik Reviews ব্লগটি ভিসিট করতে পারেন। ব্লগটি সম্পর্কে যে-কোনো পরামর্শ এখানে জানান। ল্যাসিক সম্পর্কে কোনো কিছু জানতে এখানে প্রশ্ন করতে পারেন।

আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। লেখাটি ভাল লাগলে রেটিং করুন। পড়ুন Lasik Insurance সম্পর্কে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.