আমার এক চোখে ৪০০ ডিগ্রি চশমা আর আরেক চোখে ৩০০ ডিগ্রি চশমা। পাওয়ার স্টাবল আছে অনেক দিন। প্রথমে ভেবেছিলাম অপারেশন করবো না কিন্তু ডাক্তার বলেছে ল্যাসিক করতে কারন আমি চশমা ছাড়া কিছু দেখি না। ল্যাসিক করলে বলেছে সব পরিষ্কার দেখতে পাবো।
আমি চাচ্ছি কোনো চক্ষু হাসপাতাল থেকে করাতে।
কোনো ল্যাসিক ক্লিনিক থেকে না। হারুন এই হসপিটাল কি ল্যাসিকের জন্য ভালো হবে? পরামর্শ চাই। আর যারা ল্যাসিক করেছেন তারা কি এখন ভালো আছেন?
পত্রিকায় পড়লাম শাহরুখ খানও নাকি সম্প্রতি ল্যাসিক করেছে। ব্যাড পিটও নাকি ল্যাসিক করেছে। আমি জানতামই না তারা চশমা ছাড়া খারাপ দেখতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।