আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের স্মৃতি লইয়া আর কত ব্যবসা হইব......????



বাঙ্গালী জাতির অহংকার একাত্তরের মুক্তিযুদ্ধ। আমরা আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি এই মহান আত্ন ত্যগের মাধ্যমে। আর কিছু ব্যবসায়ী পেয়েছে ব্যবসার নতুন ফন্দি। এর মধ্যে সবচেয়ে বড় ফন্দিবাজ হচ্ছে মিডিয়া। সেই যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি....।

একাত্তরের চিঠি......./// নি:সন্দেহে ভাল উদ্যেগ। সেদিন অনেক খুঁজে ফিরে আমিও একটা বই কিনলাম। পুরা বনানী, মতিঝিল, নিলক্ষেত খুঁজে ফিরে সবশেষে নিউমার্কেটের সামনে গেলাম বুক ভরা আশা নিয়ে। শেষ মাথার দোকানটাতে ৩ টা বই পেলাম। ১ টা বই নিয়ে বললাম দাম ...??? দোকানদার উত্তরে : ২৫০ টাকা।

অনেক অনুরোধের সত্তেও দোকানদার একটাকাও কম রাখল না। তারপরও নিলাম এই ভেবে যে মুক্তিযুদ্ধের চিঠির তো কোন মূল্য হয় না.............। পড়তে বসে চোখ কপালে উঠল...!!!! এই বই ছাপাতে নিশ্চই ২০০ টাকাও খরচ হয়না....। সবাই নিজের উদ্যেগে চিঠি পাঠিয়েছে। গ্রামীনফোন আর প্রথম আলো স্পন্সর করেছে।

তবে কেন এই বাড়তি টাকা.....??? তবে কি গ্রামীনফোন আর প্রথম আলো এখান থেকেও অর্থ বাগিয়ে নিল...???? এইকি ছিল মুক্তিযোদ্ধাদের চিঠি পাঠানোর মূল উদ্দেশ্য...??? ছি: ছি: ছি:......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।