যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
একুশে বইমেলায় শেষ দিকে প্রায় রোজই যেতাম। গণস্বাক্ষর কর্নারে আমাদের ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল। আমরা বড়রা গেলে ওদের কর্মকান্ডে আরো প্রাণ সঞ্চার হতো।
একদিন দেখি আমাদের প্রিয় ব্লগার নুরুজ্জামান মানিকের গা-ঘেসে একটি ৩/৪ বছরের ছেলে দাঁড়িয়ে। কাছে যেতেই মানিক পরিচয় করিয়ে দিল- তার একমাত্র ছেলে।
ছেলেটি প্রচন্ড ভিড়ভাট্টায় স্বস্তি পাচ্ছিল না। ওর মা-কে বিরক্ত করছিল। ওকে পপকর্ণ, মিষ্টি,চকোলেট দেওয়া হলো, তাও তার স্বস্তি নাই। মানুষ, ধূলো, চিৎকার ছাপিয়ে সেই ছেলেটি খুঁত খুঁত করে যাচ্ছিল। একবার আমার কোলে এলো অনেক দয়া করে!
সেই ছোট্ট ছেলেটি, যার নাম হাসিব, সে অসুস্থ।
তার রক্তে টাইফয়েড ধরা পড়েছে! আপনারা সবাই মানিকের ছেলে হাসিবের জন্য আর্শীবাদ/দোয়া করুন। আমরা প্রার্থনা করি নুরুজ্জামান মানিক যেন তার হাসিব যেন সুস্থ হয়ে ওঠে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।