আমাদের কথা খুঁজে নিন

   

Shadow of the Colossus গেমটির অভিজ্ঞতা

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
আমি এই গেমটি সম্পর্কে জানি অনেক আগের থেকেই। প্রায় ৩ বছর আগে থেকে। তখনই এই গেমটা নিয়ে অনেক কিছু চিন্তা করতাম। কিন্তু সমস্যা ছিল এই যে আমার কোন PS2 ছিল না। এখনও নাই।

তবে এখন ইচ্ছা করলেই আমি PS2 খেলতে পারি। কেননা মৃদুলের আছে। আমার একটা ইচ্ছা আছে PSP কেনার। আশা করি এই ইচ্ছা এক মাস বা দু'মাসের মধ্যেই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক আমি, মৃদুল আর বাপ্পি গেছিলাম গেম কিনতে।

আমার কাজ ছিল গেম বাছাই করে দেয়া। কেননা বুঝতেই পারছেন যে ব্যাক্তি ৩ বছর আগে এই গেমটার কথা জানে আর এখনও ভুলেনি সে নিশ্চই ভাল গেমগুলোই বেছে দিবে। তো আমি যেগেমগুলো বেছে দিলাম তার মধ্যে Shadow of the Colossus গেমটা ছিল। আমি দিয়েই বললাম যে এটা আমি খেলব। তুইও খেলে দেখিস।

দু'দিন পর যখন মৃদুলের মেসে গেলাম তখন আমি গেমটা খেলার পরিবেশ এবং সুযোগ পেলাম। যেহেতু আমি একজন বেটা টেস্টার সেহেতু নিশ্চই বুঝতে পারছেন যে কতটা গেম প্রিয় আমি এবং একদিনে কতক্ষন গেম খেলি। যাককা সেসব কথা। তো আমি গেমটা খেলা শুরু করলাম এবং একটা অন্য ধরনের মজা পেয়ে গেলাম আমি। গেমটাতে একটা বড় Colossus বা দৈত্য বলা যেতে পারে কে আমি মারতে গেলাম।

একটা নির্জন পাহাড়ের মাঝে একটি মাঠের মত জায়গা। তাতে দৈত্যটা আর আমি। দৈত্যটা আমাকে খেয়াল করেনি প্রথমে কেননা আমি খুবই ছোট। এরপর দৈত্যের দুর্বল জায়গার খোজ করতে হবে। আমি খোজ করা শুরু করলাম।

পেয়েও গেলাম। তালোয়ারে প্রতিফলিত সূর্যের আলো দিয়েই কাজটা করা লাগে। করার সময় আলোর ঝলকানিতে দৈত্যটা টের পেয়ে গেল। তখনই শুরু করল তান্ডব। আমি আরও আকর্ষণ বাড়ানোর জন্য শীষ দিলাম।

দৈত্য তো এবার আমাকে হত্যার জন্য উদ্দ্যত। তখনই দৈত্যের পায়ে উঠলাম উঠেই পায়ে আঘাত, এভাবে আস্তে আস্তে মাথায় উঠে মাথায় আঘাত করে মেরে ফেললাম। গেমটার এনিমেশন খুবই চমৎকার। দৈত্যের গায়ে উঠার সময় একেবারে বাস্তবের মত কষ্ট হয় এবং এসময় কনট্রোল করতেও অনেক ঝামেলা হয়। আবার দৈত্যের গায়ে জায়গায় হাড় আবার জায়গায় লোম এখানে একটা উঠার ব্যাপার আছে।

তবে সবটাই আসলে চমৎকার। গেমটার সাউন্ড ইফেক্টও অত্যান্ত চমৎকার। গেমটি সম্পর্কে কিছু বলা যাকঃ গেমটা একটা Action Adventure গেম যা সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট বানিয়েছে যারা এর আগে ICO নামে আরেকটি গেম বানিয়েছিল। নায়কের নাম Wander এবং নায়িকার নাম Mono গেমের শুরুতেই দেখা যায় যে ওয়ান্ডার নিশ্চল মোনোকে নিয়ে তার ঘোড়া Argo তে করে একটি সেতু পার হয়ে নিষিদ্ধ এলাকাতে প্রবেশ করেছে। সে একটা মন্দির মত জায়গায় এসে মাঝখানে কাপড়ে মোড়ানো মোনোর দেহটাকে রেখে দিল এবং মোড়োকটা খুলে ফেলল।

তখনই তাকে ছায়ার মত কিছু প্রাণি আক্রমন করল কিন্তু ওয়ান্ডারের প্রাচীন তালোয়ারের গুনে সে তাদেরকে অপসারন করে দিল। তখনই একটা জোড়ালো কন্ঠে Dormin বলল যে সে অবাক এই ধরনের একটা তালোয়ার ওয়ান্ডারের কাছে দেখে। ওয়ান্ডার তাকে অনুরোধ করল মোনোর প্রাণকে তার দেহে দিয়ে দিতে। Dormin বলল যে তা কেবল তখনই সম্ভব যখন ১৬টা দৈত্যকে হত্যা করা হবে। আর এই দৈত্যরা বিশেষ তালোয়ার ছাড়া মরবে না।

ভাগ্যক্রমে সেটা ওয়ান্ডারের কাছে আছে। এভাবেই শুরু হয় গেমের ভেতরের যাত্রা ১৬টি দৈত্যকে মারার যাত্রা। আমি যার মধ্যে প্রথমটা মেরেছি। গেমটা অসাধারন। গেমটার গেমট্রেইলার্স রেটিং হল ৯.৩ আশা করি বুঝতেই পাচ্ছেন তাহলে গেমটি কেমন।

আমি খুবই আগ্রহ, মজা, এমন কিছু যা বলা সম্ভব নয় নিয়ে খেলেছি। গেমার ভাইরা আসুন না একবার গেমটা খেলে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।