মুক্ত করো ভয়, সত্য পথে জীবন গড়ো, নিজেরে করো জয় ।
আমরা বাস করছি তথ্য প্রযুক্তির যুগে । আর এ কারণেই ইন্টারনেট-এর সঙ্গে আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, চাইলেই এগুলোকে আমরা এখন বাদ দিতে পারব না । ইন্টারনেট ব্যবহারের সুফল অনেক, অল্প কথায় এর সুফল বর্ণনা করা আমার পক্ষে সত্যিই কঠিন, কিন্তু এর সাথে কতগুলো খারাপ দিকও রয়েছে । সারা পৃথিবীতে রয়েছে লক্ষ কোটি ওয়েব সাইট, এগুলোর সবগুলোই ভাল কিংবা সবার উপকারী তা নয়, কিংবা এরকম ভাবার কোন কারণ নেই, এর বেশিরভাগই অপ্রয়োজনীয়, যা আমাদের কোন কাজে তো আসেই না, বরং অপকার করে ।
যেমন ওয়েব সাইটের সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে পর্নোগ্রাফী আর বিভিন্ন ধরনের অপরাধ সাইট । আমাদের দেশে এগুলো বেশিরভাগই ব্রাউজ করে অপ্রাপ্ত বয়স্করা, বিশেষ করে স্কুলে পড়ুয়ারা । বেশিরভাগ সাইবার ক্যাফেতেও এদেরকে দেখা যায়, কারণ সাইবার ক্যাফেতে এদের বাধা দেওয়া কিংবা গাইড করার মত কেউ থাকে না । অর্থাৎ সাইবার ক্যাফেগুলোকে তারা তাদের জন্য নিরাপদ জোন হিসেবে মনে করে । যদিও সাইবার ক্যাফেতেও বিভিন্ন নিয়ম কানুন থাকা উচিত, বিশেষ করে শিশুদের জন্য আলাদা বুদ এবং প্রাপ্ত বয়স্কদের আলাদা বুদ অবশ্যই থাকা উচিত ।
কিন্তু বাস্তব ক্ষেত্রে সাইবার ক্যাফেগুলোর চিত্র ভিন্ন। যারা বাড়িতে কম্পিউটার ব্যবহার করেন এবং একই কম্পিউটার অনেকেই ব্যবহার করে, বিশেষ করে ছোটরা। আপনি হয়তো কম্পিউটার ব্যবহার করেন ইন্টারনেট কিংবা কোন হিসাব পত্রের কাজ করার জন্য । আর একই বাড়িতে আরেকজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ে বা অনবিজ্ঞ কেউ আপনার কম্পিউটার ব্যবহার করে অসতর্কতা বা অজ্ঞতায় আপনার কোন বিশেষ ফাইল অথবা কম্পিউটারের ওপারেটিং সিস্টেমের হাজার হাজার ছোট বড় ফাইল থেকে কোন একটি ডিলিট করে দিল । তাহলে আপনাকে হয়তো অনেক সমস্যায় পড়তে হবে ।
আপনি নিশ্চয়ই সবসময় আপনার কম্পিউটারে কখন কি কাজ হচ্ছে তা মনিটর করতে পারবেন না কিংবা তা করা সম্ভবও না । বেশ কিছু সফটওয়্যার রয়েছে,যা দিয়ে আপনি আপনার পুরো কম্পিউটারকে সম্পুর্ন সংরক্ষন করে রাখতে পারেন । এজন্য এখনি Shadow User v2.5 সফটওয়্যারটি ডাউনলোড করে নিন, এটি খুব ছোট প্রোগ্রাম তাই ডাউনলোড হতে খুব বেশি সময় লাগবে না । যে কেউ আপনা জরুরী ফাইল কিংবা কোন প্রোগরাম আনইনস্টল করতে পারে অথবা কোন কিছু সেব করতে পারে সে জন্যই এ ব্যবস্থা । আপনি ইচ্ছে করলে D Drive A_ev E Drive কে এর আওতামুক্তও রাখতে পারেন ।
সফটওয়্যারটি ইনস্টল করার পর প্রোগরামটি চালু করার জন্য ইনেবল করে দিন । আবার না চাইলে ডিসেবল করে দিতে পারেন । চালু করার পর কেউ কিছু মুছে দিলেও সমস্যা নেই । তখন কম্পিউটারটি বন্দ করে আবার চালু করুন । দেখবেন সব আগের মতই ফিরে এসেছে ।
এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । Click This Link
সিরিয়াল নম্বরটি দিতে ভুলবেননা যেন । SN: c035-0121-d378-574e-1075
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।