পুতুল খাবারগুলো দেখে হিমালয় সেদিন বলেই বসলো, এত মানুষের কথা মনে রাখলাম আর তার কথা আমি কি করে ভুলে গেলাম!!!
আমি যে তার কথা একটুও ভুলিনি তার প্রমাণ দিতে এইযে বানিয়ে দিলাম হিমুর জন্য এক গ্লাস হিমহিম ঠান্ডা হিমেল চা। হিমু খুব চা পাগল ছেলে। সেটা অবশ্য তার প্রফাইলে দু কাপ চা হাতে নিয়ে হিমসিম খাওয়া ছবি দেখেই বোঝা যায়। আর তাছাড়া সব সময় পান থেকে একটু চূন খসলেই সে আমাকে চায়ের পর চায়ের কাপ জরিমানা করে থাকে।
হিমু, তাই সব জরিমানা ছাপিয়ে আমি তোমার জন্য বানিয়েছি এক গ্লাস স্পেশাল হিমহিম চা।
প্রথমেই একটা বড় গ্লাসে চারটে টিব্যাগ রেখেছি।
এবার ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম তাতে।
ঢেলে দিলাম আধা কাপ চিনি।
চামচ দিয়ে ভালো করে নেড়ে চিনি গুলিয়ে দিলাম।
ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য রেফ্রিজারেটরে।
এবার এক ফালি লেবু চিপে দিলাম ।
ঢেলে দিচ্ছি স্টার, হার্ট সেপের সব মজার মজার বরফের টুকরো।
হিমালয় হিমু, এই নাও, তোমার আফ্রোদিতি আপুর হাতে বানানো,
এক গ্লাসভর্তি বরফশীতল হিমেল হিমেল ঠান্ডা হিমেল চা। একদম স্পেশাল। শুধুই তোমার জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।