একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...
গতকাল থেকে পরিচিত/ অপরিচিত বাংলালিংক নম্বর থেকে একের পর এক ম্যাসেজ আসছে। সবগুলোরই কথা এক। কত ঘন্টার জন্য জানি সীম বন্ধ রাখতে হবে। এই মহান প্রতিবাদে যেন সক্রীয়ভাবে অংশগ্রহন করি.....। প্রায় সব ম্যাসেজই হেডিং দেখে ডিলিট করে দিয়েছি।
পুরো ম্যাসেজ পড়ার মত রুচি কিংবা আগ্রহ কোনটাই নাই। ডিজুস জেনারেশনের ডিজুসী প্রতিবাদে হাসবো না কাদবো ভেবে পাই না।
খাইসো, করসো, দ্যখসো..... এই আমাদের ডিজুস জেনারেশন। যাদের পকেটে ১০টা সীম কার্ড থাকে... মোবাইলের কল চার্জ ৫ পয়সা কমলে যাদের মুখে আর হাসি ধরে না, যাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে ফ্রী SMS- এ আর রাতের ফ্রী মিনিটে। যারা ২১ শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ আর ১৬ই ডিসেম্বর নতুন মডেলের পান্জাবী বা ফতুয়া পরে খাইসো, দ্যখসো করতে করতে দেশপ্রেমে মেতে ওঠে, আর ১লা বৈশাখে পান্তাভাত (গরম ভাতের ভিতর পানি দিয়ে তাৎক্ষণিক ভাবে বানানো) আর ইলিশ ভাজা খেয়ে ভাজা খেয়ে রমনায় বাঙালী হবার জন্য ঝাপিয়ে পড়ে।
ভাষার জন্য যে প্রজন্ম জীবন দিলো... অর্ধশতক পরে সে প্রজন্মের মুখের ভাষা ঠিক করে দিচ্ছে বিদেশী কোম্পানিগুলো। চিন্তা-চেতনাগুলো ঠিক করে দিচ্ছে মিডিয়াগুলো। হিন্দি সিনেমার নায়ক/ নায়িকা ( সেক্স আর টাকা এই দুইটা নিয়েই যাদের জীবন) বনে গেল তরুন প্রজন্মের আদর্শ, স্বপ্নের নায়ক। ....... কোথায় ক্ষুদিরাম, কোথায় সূর্যসেন নামই জানে না।
যাই হোক, ডিজুস জেনারেশন আজ প্রতিবাদে নেমেছে।
কল চার্জ কমাতে হবে। দুনিয়ার সুখ - অনলী অন মাই ডীজুস। এই সুখে বাধা ডিজুস জেনারেশন সহ্য করবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।