আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদে চিল্লাই

সাধারন মানুষ দ্যাখ ভাই আমিও তোর মত দেশকে কিছু দিতে চাই ধন জন কিছু নাই শুধু প্রতিবাদে চিল্লাই। হু বহুত বছর সাধনা করে আমিও দিয়েছি পাশ কাজ যা আছে, করি যদি, তাতে চলবেনা বার মাস তাই কাজে কামে আমি নাই শুধু প্রতিবাদে চিল্লাই। হু আমার সামনে আমার পাড়ার কাউল্লা আর মতলব বাড়ি গাড়ি করে একাকার হেরইন বেচে এতসব। রাজনীতি করে এতই শক্তি পাড়ার ছোট্ট দোকান আলা লিমুজিন নিয়ে ঘুরে আমি বলি বাহ, ভালা আর করে মাস্তানি করে ফেলে মাল-পানি ভাই লোক - তারে পেতে হবে আজ ভয় সালাম টালাম দিয়েই চলতে হয়। ভাবি প্রতিকারটা যেন কি হ্যাঁ অরধেক জনগণই যদি হয় র‍্যাব আর্মি বিচার আইন হ্য় যদি স্বাধীনতা কামী তাহলে যেই আকাম কুকাম করত বিচারের খাড়ার তলে পরত দুর্জন পেত তবে বুঝি ভয় আকাম কুকামে হত কিছু সংশয় এসব কবে হবে তাই ভাবি হয়েছি পুরাই কবি পাছা আর পেটে কাপড় বা ভাত নাই শুধু প্রতিবাদে চিল্লাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.