আমাদের কথা খুঁজে নিন

   

আমার চাওয়া টা কি খুব অন্যায়? মুক্তির কথা বলা কি অন্যায় হবে?

আমি জানি এই লিখাটা আপনি পড়বেন না। এখনে কতগুলো প্রশ্ন ছিল,কেউ উত্তরও দেবে না। আজ বাঙালি জেগে উঠেছে...............জেগে উঠেছে তরুন সমাজ। এটা কি আসলেই জেগে উঠা? রাজাকার এর বিচার চায় সবাই। কই?কেউ তো বলে নাই আমাদের ঘৃণিত রাজনীতির হাত থেকে মুক্তির কথা? কেউ তো বলে নাই?নেতা,নেত্রী রুপী শোষকদের বিচারের কথা।

যারা আমাদের দেশটাকে নিয়ে খেলছে,খেলছে আমাদের অধিকার নিয়ে পাকিস্তানী কুত্তাদের পর থেকে। কেউ তো বলে নাই,পরিবর্তনের কথা, এই ঘৃণ্য রাজনীতির পরিবর্তনের কথা? আমাদের মানুষিকতা পরিবর্তনের কথা?খারাপ কে খারাপ আর ভাল কে ভালো বলার কথা? নির্দিষ্ট কোন দলের প্রতি জন্মান্ধতা পরিত্যাগের কথা? কেউ তো বলে নাই? একজন মাহথির মোহাম্মদের প্রয়োজনের কথা? আমিও ঘৃণ্য রাজাকারদের বিচার চাই,ফাঁসি চাই। এর জন্য আন্দোলন চাই। কিন্তু এতেই আমি তৃপ্ত নই। আমি প্রকৃত মুক্তি চাই।

প্রকৃত স্বাধীনতা,শাসক রুপী শোষক দের হাত থেকে মুক্তি। মুক্তির জন্য আন্দোলন চাই প্রকৃত নেতা চাই। আমার চাওয়া টা কি খুব অন্যায়? নৌকা আর ধানের শীষ, দুই নাগিনীরই একই বিষ। এরশাদ চাচা দিনের শেষে, বীণ বাঁজায় নিরোর বেশে। জামায়েত ইসলাম ধর্মের বেশে খাল কেটে যায় মুচকি হেঁসে।

সমাজতান্ত্রিক দল গুলো সব, "সাম্যবাদী",যায় তুলে রব। আসলে তো,সবগুলোই চোর তবুও কাটে না কেন বাঙ্গালীর ঘোর?? চোরগুলো সব মাসতুতো ভাই সামরিক শাসনে তার প্রমান পাই। ৩০ লক্ষ প্রানের বিনিময়েও আজও পাই নি মুক্তির স্বাদ। ঘৃণা দিয়ে মন ভরে যায়,রাজনিতিকদের কথা ভেবে, তাই স্বাধীনতার ৪০ বসর পরেও প্রশ্ন জাগে, আদৌ কি মুক্তি আমাদের হবে????? ভাই এখানে কতগুলো প্রশ্ন আছে। যারা পড়বেন একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রশ্নগুলোর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।