আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
ইউরোপের একটি অন্যতম দেশ ইতালী। যেখানে পৃথিবীর বহুদেশের লোকের কর্মসংস্থন । আমাদের দেশেরও অসংখ শ্রমিকরা কাজের সন্ধানে ছুটে এসেছে ইউরোপের দেশ ইতালীতে।
এ দেশে আসার জন্য যে আমাদের দেশীয় লোকেরা কিযে কষ্ট করেছে তা তাদের মুখ থেকে শুনলেই বুঝা যায়।
এমন অনেকেই আছে যারা ১০/১৫ এমন কি একমাসের ও বেশী সময় রাশিয়ার বনে বনে কাটিয়ে। আবার কেউ লিবিয়া বা গ্রীস হয়ে এসেছে ইতালীতে ।
শুধু মাত্র টাকার জন্য, তারা সবাই ভাবতো এ দেশে নাকি টাকার পাহাড় আছে। এ দেশে আসলে নাকি রাতারাতি ধনী হওয়া যায়।
তবে এ দেশে থেকে যে আমাদের দেশের লোকজন টাকা রোজগার করে ধনী হয়নি আমি তা বলছিনা।
বর্তমানে ইতালির যে কি করুন অবস্থা তা যারা ইতালিতে আছে তারাই ভাল অনুধাবন করতে পারবে ।
গত দু বছরে দেশ থেকে ইস্পনসারে আসা লোকে ভরে গেছে ইতালীর শহর গুলো। যে কাজের কথা বলে দেশ থেকে লোক জনের কাছ থেকে ১৪/১৫ লাখ টাকা নিয়ে ইতালীতে আনা হয়। তারা আসলে সেই কাজ দেয়না।
আর না দেওয়ার ও একটা কারন আছে , এখানে যারা কাগজ করে তারা বেশীর ভাগেই বাসার কাজের লোক লাগবে এই বলে কাগজের জন্য আবেদন করে।
আর কাগজ পেয়ে গেলে সেই কাজে আর রাখে না ।
ইতালিতে আসার দু'এক মাসের মধ্যেই দেশ থেকে আসা লোকটির কন্ট্রাট চেন্জ করে অন্য কোথাও কাজের জন্য পাঠিয়ে দেয়।
দেশ থেকে আসার ৭০% লোকের বেলায়ই এমনটা করা হয়।
ইতালীর বর্তমান পরিস্থিতিতে ইতালিয়ারাই কাজের জন্য মাসের পর মাস এজেন্সী ও ফ্যক্টারীতে ঘুরতে হয়। আর সে আমাদের দেশের ভাষা না জানা লোকদের কাজ হাস্যকরই বটে।
..........................................................................................
সেই বেকার লোকেরা কি করছে তা নিয়ে লিখবো আগামী পোষ্টে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।