সৃষ্টি সুখের উল্লাসে।
ইসলামি গানের জগতে সামি ইউসুফ এক অনন্য নাম। তার গান আর গানের সূর যেন হৃদয় ছুয়ে যায়। ২০০৫ পর অপেক্ষায় কখন তার আরেকটি এ্যলবাম বের হবে। অবশেষে দীর্ঘ্য প্রতিক্ষার পর দুইমাস আগে প্রকাশিত হয়েছে তার নতুন অ্যালবাম "Without You". ব্লগের হততো বা কেউ কেউ সামি ইউসুফের গান শোনেন। তাই এই পোষ্টটা। নিচের লিঙ্কে পাচটি গানের লিরিক ও তার .mp3 গান গুলো আপ্লোড করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে অ্যালবামের সবগুলো গানই আপ্লোড করব আশা রাখি। গানগুলো যদি কারো কাজে লাগে তবে আমার চেষ্টা সার্থ্যক।
ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।